গতকালই গাইঘাটা ও বনগাঁতে রোড শো করেন অভিষেক। আজ ঠাকুরনগরে দুটি রোড শো রয়েছে অভিষেকের। দুপুরেই তাঁর আজ ঠাকুরবাড়িতে যাওয়ার কথা। কিন্তু তার আগেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর চত্বর। হরিচাঁদ মন্দিরের সামনেই মতুয়াদের দুই পক্ষের ধাক্কাধাক্কি বেধে যায়। একদিকে অভিষেককে নিশানা করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অন্যদিকে পাল্টা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের।
advertisement
এদিন সকাল থেকেই ঠাকুরনগর হরিচাঁদ-গুরু চাঁদ ঠাকুরের মন্দির চত্বরে উড়তে দেখা যায় কালো পতাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার উপস্থিতিতে মন্দিরের সামনে দেওয়া হয় স্লোগান।
অল ইন্ডিয়া মতুয়া সংঘের নামে পোস্টারে হরিচাঁদ ঠাকুরকে অপমান নিয়ে ধিক্কার জানানো হয়। ঠাকুরবাড়ি চত্বরের বিভিন্ন জায়গায় এই পোস্টার আর ফ্লেক্সে ছয়লাপ হয়ে যায়। ইতিমধ্যেই শান্তনু ঠাকুরের তরফে রথ যাত্রার প্রস্তুতির কাজ শুরু। তার উপর অভিষেকের কর্মসূচি। সবমিলিয়ে পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে ঠাকুরনগর জুড়ে।