ঠিক এক বছরের মাথায় এই জেলায় লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়ে বাংলার শাসক দল ৷ বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই লোকসভা আসনই হাতছাড়া হয় তাদের। ২০২০ সালে এই জেলা থেকেই দুয়ারে সরকারের ঘোষণা হয়েছিল। যদিও ২০২১ সালে জেলার ১২ বিধানসভার মধ্যে মাত্র ৪টে বিধানসভায় জয় পায় তৃণমূল কংগ্রেস। পরে এক বিজেপি বিধায়ক, জোড়াফুল শিবিরে যোগ দিলেও, জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি।
advertisement
আরও পড়ুন- বাড়ির ভিতে ৪০০ কেজি-র সিন্দুক! রাজস্ব দফতর তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ
#বিজেপির দখলে থাকা বিধানসভা -শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী।
#তৃণমূলের দখলে থাকা বিধানসভা -রাণিবাঁধ, রায়পুর, তালডাংরা ও বড়জোড়া
*এর মধ্যে বিষ্ণুপুরের বিধায়ক দল বদল করে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
এবার দেখে নেওয়া যাক ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের ফল এই জেলায় -
*জেলা- বাঁকুড়া- গ্রাম পঞ্চায়েত, মোট আসন - ২৫০৫, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় - ১৫৯৩, তৃণমূল - ২১৩৮, বিজেপি - ২৩৪, বাম - ৬১, কংগ্রেস - ১, অন্যান্য - ৭১
*জেলা- বাঁকুড়া- পঞ্চায়েত সমিতি, মোট আসন- ৫৩৫, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়- ৩৪১, তৃণমূল- ৪৯৪, বিজেপি- ৩৩, বাম - ৩, কংগ্রেস - ০, অন্যান্য - ৫
*জেলা- বাঁকুড়া- জেলা পরিষদমোট আসন - ৪৬, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৩১, তৃণমূল - ৪৬, বিজেপি - ০, বাম - ০, কংগ্রেস - ০, অন্যান্য - ০
ইতিমধ্যেই সাংগঠনিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে পঞ্চায়েতে লড়ে জয় হাসিল করতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় চলবে না ৷ পঞ্চায়েতে গা-জোয়ারি করা চলবে না। এর পরেই জঙ্গলমহলে রাজনৈতিক ভাবে পিছিয়ে থাকা জেলা বাঁকুড়ায় নজর তৃণমূলের।
বাঁকুড়ায় খারাপ ফলের কারণ কী? অনেকেই বলেন প্রবল অন্তঃর্দন্দ্ব। ব্লক স্তরের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। নেতাদের এলাকায় না যাওয়া। প্রচারে খামতি। দলের বেশ কিছু নেতার ঔদ্ধত্য আচরণ। আর তার জেরেই ক্রমাগত সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিয়েছে বিজেপি শিবির। জঙ্গলমহলের এই দুই লোকসভা আসনেই এবার ভাল ফল করতে চায় শাসক দল ৷ সেই কারণেই পিছিয়ে থাকা জায়গা থেকেই সভা করছেন অভিষেক ৷ দলের নেতা-কর্মীরা যাতে দলীয় কর্মসূচি নিয়ে ময়দানে থাকেন সেই বার্তা বারবার দিতে চাইছে শাসক দল। আর এখানেই তারা হাতিয়ার করছেন, কেন্দ্রের আর্থিক বঞ্চনাকে। একই সঙ্গে আদিবাসীদের পাশে আছে এই বার্তাও দিতে চায় শাসক দল৷