Name Starts with 'N': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘N’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

Last Updated:
Name Starts with 'N' Personality Traits: আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘N’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
1/5
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘N’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘N’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
2/5
নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলি সাধারণত সৃজনশীলতা, অন্য ধারার চিন্তাভাবনার জন্য প্রসিদ্ধ হয়ে থাকেন। এঁরা গভীর চিন্তাশীল এবং জ্ঞানের প্রতি অনুরক্ত। সেই সঙ্গে গভীর কল্পনাপ্রবণও হন এঁরা। আর চরিত্রে সৃজনশীলতা থাকার দরুন এঁরা সঙ্গীত, শিল্পকলা, লেখালিখির দুনিয়ায় খ্যাতি লাভ করতে পারেন।
নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলি সাধারণত সৃজনশীলতা, অন্য ধারার চিন্তাভাবনার জন্য প্রসিদ্ধ হয়ে থাকেন। এঁরা গভীর চিন্তাশীল এবং জ্ঞানের প্রতি অনুরক্ত। সেই সঙ্গে গভীর কল্পনাপ্রবণও হন এঁরা। আর চরিত্রে সৃজনশীলতা থাকার দরুন এঁরা সঙ্গীত, শিল্পকলা, লেখালিখির দুনিয়ায় খ্যাতি লাভ করতে পারেন।
advertisement
3/5
যাঁদের নাম ‘N’ দিয়ে শুরু হচ্ছে, তাঁদের কেরিয়ার কেমন হবে? যেহেতু এঁদের মধ্যে সৃজনশীলতার ছাপ থাকে, তাই এঁরা হামেশাই বিজ্ঞাপন, মার্কেটিং, ডিজাইনিংয়ের সেক্টরে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করে থাকেন। আসলে এঁদের উদ্ভাবনী শক্তি সহজাত ভাবেই আসে। ফলে অন্য ধারার চিন্তাভাবনাতেও এগিয়ে থাকেন তাঁরা। এমনকী সমস্ত কিছু বিশ্লেষণ করে তবেই গ্রহণ করেন এঁরা। সেই সঙ্গে কৌশলগত চিন্তাভাবনায় এঁদের জুড়ি মেলা ভার! ফলে নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলির কেরিয়ারের জন্য জন্য ফিনান্স, আইন-সহ অন্যান্য অ্যানালিটিক্যাল সেক্টরও আদর্শ। তবে কোথাও গিয়ে যদি এঁরা অনুপ্রেরণার অভাব বোধ করেন, তাহলে সেই কাজে টিকে থাকা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
যাঁদের নাম ‘N’ দিয়ে শুরু হচ্ছে, তাঁদের কেরিয়ার কেমন হবে? যেহেতু এঁদের মধ্যে সৃজনশীলতার ছাপ থাকে, তাই এঁরা হামেশাই বিজ্ঞাপন, মার্কেটিং, ডিজাইনিংয়ের সেক্টরে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করে থাকেন। আসলে এঁদের উদ্ভাবনী শক্তি সহজাত ভাবেই আসে। ফলে অন্য ধারার চিন্তাভাবনাতেও এগিয়ে থাকেন তাঁরা। এমনকী সমস্ত কিছু বিশ্লেষণ করে তবেই গ্রহণ করেন এঁরা। সেই সঙ্গে কৌশলগত চিন্তাভাবনায় এঁদের জুড়ি মেলা ভার! ফলে নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলির কেরিয়ারের জন্য জন্য ফিনান্স, আইন-সহ অন্যান্য অ্যানালিটিক্যাল সেক্টরও আদর্শ। তবে কোথাও গিয়ে যদি এঁরা অনুপ্রেরণার অভাব বোধ করেন, তাহলে সেই কাজে টিকে থাকা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
advertisement
4/5
 আবার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এঁরা ভীষণ রকম যত্নশীল হয়ে থাকেন। নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলি সাধারণত মানসিক ঘনিষ্ঠতার উপর বেশি জোর দেন। আর কাছের মানুষগুলিও এঁদের সান্নিধ্যে ভালোবাসা খুঁজে পায়। সম্পর্কের নিরিখে এঁরা সহানুভূতিশীল, বিশ্বাসযোগ্য এবং ভাল শ্রোতা! তবে অনেক সময় এঁরা নিজেদের আবেগের কথা খোলাখুলি প্রকাশ করতে পারেন না। এমনকী অন্যদের সামনে নিজের মনের কথা বলতেও অপারগ এঁরা।
আবার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এঁরা ভীষণ রকম যত্নশীল হয়ে থাকেন। নামের আদ্যক্ষরে ‘N’ থাকা মানুষগুলি সাধারণত মানসিক ঘনিষ্ঠতার উপর বেশি জোর দেন। আর কাছের মানুষগুলিও এঁদের সান্নিধ্যে ভালোবাসা খুঁজে পায়। সম্পর্কের নিরিখে এঁরা সহানুভূতিশীল, বিশ্বাসযোগ্য এবং ভাল শ্রোতা! তবে অনেক সময় এঁরা নিজেদের আবেগের কথা খোলাখুলি প্রকাশ করতে পারেন না। এমনকী অন্যদের সামনে নিজের মনের কথা বলতেও অপারগ এঁরা।
advertisement
5/5
‘N’ দিয়ে যাঁদের নাম শুরু হচ্ছে, তাঁদের স্বভাব-চরিত্রে কিছু নেতিবাচক দিকও থাকে। যার মধ্যে অন্যতম হল - ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা। এখানেই শেষ নয়, এঁরা আবার একটু অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। কখনও কখনও উত্তেজনা এবং সিদ্ধান্তহীনতায় ভোগেন। নিজেদের ভাবনায় এতটাই মশগুল থাকেন যে, অন্যদের সঙ্গে তেমন আলাপচারিতা গড়ে তুলতে পারেন না এঁরা। এছাড়া এঁরা কখনও কখনও মেজাজ হারিয়ে ফেলেন এবং চাপের পরিস্থিতিতে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না।(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
‘N’ দিয়ে যাঁদের নাম শুরু হচ্ছে, তাঁদের স্বভাব-চরিত্রে কিছু নেতিবাচক দিকও থাকে। যার মধ্যে অন্যতম হল - ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা-চিন্তা। এখানেই শেষ নয়, এঁরা আবার একটু অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। কখনও কখনও উত্তেজনা এবং সিদ্ধান্তহীনতায় ভোগেন। নিজেদের ভাবনায় এতটাই মশগুল থাকেন যে, অন্যদের সঙ্গে তেমন আলাপচারিতা গড়ে তুলতে পারেন না এঁরা। এছাড়া এঁরা কখনও কখনও মেজাজ হারিয়ে ফেলেন এবং চাপের পরিস্থিতিতে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না।(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement