অভিযোগ, ওই পঞ্চায়েত প্রধান বিভিন্ন কাজের জন্য গ্রামবাসীদের থেকে টাকা নেন। মূলত এলাকার মহিলারাই এই অভিযোগ তুলে অভিষেকের শরণাপন্ন হন। তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে, সেই অভিযোগ ওঠার পর গতরাতের মধ্যেই ওই পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফে। সেই মতো মানসী দাসও ইতিমধ্যেই প্রধানের পদ ছেড়েছেন বলে জানা যাচ্ছে।
advertisement
গত ডিসেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাঁথিতে সভা করতে গিয়েছিলেন, সেই সময় মারিশদার গ্রামবাসীরা তাঁর কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
আরও পড়ুন: এ কী শোনাল আলিপুর…! রাজ্যজুড়ে তাপপ্রবাহ সতর্কতার মধ্যে বিরাট আপডেট আবহাওয়া দফতরের
সেই ঘটনার পর পূর্ব মেদিনীপুরের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নদিয়ার রানাঘাটেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। রানাঘাটের তাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে’র বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। মূলত, এলাকায় কাজ ঠিকভাবে না করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই খবর পৌঁছে গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কানেও। আর অভিযোগ পাওয়া মাত্রই দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ওই পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করার জন্য।