TRENDING:

Abhishek Banerjee: অভিষেক তখন কোলাঘাটের পথে..., হঠাৎই ঘিরে ধরলেন একদল মহিলা! তারপর? 'নির্দেশ' গেল নবজোয়ারের যাত্রাপথ থেকেই

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূল নবজোয়ার কর্মসূচিতে গতকাল ছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়। নবজোয়ার যাত্রায় অভিষেক যখন কোলাঘাটের দিকে যাচ্ছিলেন, তখন পদমপুরের মহিলারা রাস্তায় নেমে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের পথ আটকে দাঁড়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : তৃণমূল নবজোয়ার কর্মসূচিতে গতকাল ছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়। নবজোয়ার যাত্রায় অভিষেক যখন কোলাঘাটের দিকে যাচ্ছিলেন, তখন পদমপুরের মহিলারা রাস্তায় নেমে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের পথ আটকে দাঁড়ান। তাঁরা দল বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মানসী দাস নামে এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের কথা তুলে ধরেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

অভিযোগ, ওই পঞ্চায়েত প্রধান বিভিন্ন কাজের জন্য গ্রামবাসীদের থেকে টাকা নেন। মূলত এলাকার মহিলারাই এই অভিযোগ তুলে অভিষেকের শরণাপন্ন হন। তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে, সেই অভিযোগ ওঠার পর গতরাতের মধ্যেই ওই পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফে। সেই মতো মানসী দাসও ইতিমধ্যেই প্রধানের পদ ছেড়েছেন বলে জানা যাচ্ছে।

advertisement

গত ডিসেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাঁথিতে সভা করতে গিয়েছিলেন, সেই সময় মারিশদার গ্রামবাসীরা তাঁর কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

আরও পড়ুন: এ কী শোনাল আলিপুর…! রাজ্যজুড়ে তাপপ্রবাহ সতর্কতার মধ্যে বিরাট আপডেট আবহাওয়া দফতরের

advertisement

আরও পড়ুন: ৪ টি ট্র্যাক…৩টি ট্রেন…! মাত্র কয়েক মিনিটের মধ্যে শত শত প্রাণহানি! হাড়হিম রেল দুর্ঘটনা! ঘটল কীভাবে? রইল সবিস্তার স্পেশাল রিপোর্ট

সেই ঘটনার পর পূর্ব মেদিনীপুরের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

নদিয়ার রানাঘাটেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। রানাঘাটের তাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে’র বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। মূলত, এলাকায় কাজ ঠিকভাবে না করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই খবর পৌঁছে গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কানেও। আর অভিযোগ পাওয়া মাত্রই দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ওই পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করার জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: অভিষেক তখন কোলাঘাটের পথে..., হঠাৎই ঘিরে ধরলেন একদল মহিলা! তারপর? 'নির্দেশ' গেল নবজোয়ারের যাত্রাপথ থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল