কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিক অন্ধকার করে আসে। শুরু হয় তুমুল ঝড় ও নাগাড়ে বৃষ্টি। অবস্থা এমন হয় যে অভিষেককে তাঁবু থেকে সরিয়ে নিয়ে আসা হয় ক্যারাভানে৷ বাকি যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷
অবস্থা এমন হয় যে তাঁবুর বা ক্যাম্পের বাইরে ছোটাছুটি শুরু হয়ে যায়। ভেঙে পড়ে টেন্টের একাধিক অংশ। ভেঙে পড়ে ক্যাম্পের সীমানার অংশ৷ লণ্ডভণ্ড হয়ে যায় গোটা পরিবেশ।
advertisement
এর আগেও পূর্ব বর্ধমানে এরকমই ঝড়-বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ ভাতারের কাছে রাস্তায় তাঁর কনভয় দাঁড়িয়ে যায়৷ সেদিনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই অভিষেকের একাধিক সভা বাতিল করে দেওয়া হয়৷
advertisement
এদিনও দূর্গাপুর থেকে বেরিয়ে বাঁকুড়ায় অভিষেকের একাধিক জনসংযোগ কর্মসূচী ছিল। সেগুলোও আদৌ সঠিক সময়ে করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আবির ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
May 18, 2023 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: মুহূর্তেই লণ্ডভণ্ড...! তাঁবুর বাইরে ছোটাছুটি...! অবশেষে অভিষেক নিলেন 'বড়' সিদ্ধান্ত