TRENDING:

Abhishek Banerjee: তুমুল ঝড়বৃষ্টি! ফের দুর্যোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়....হুটমুড়ার সভায় যা হল, তোলপাড় কাণ্ড!

Last Updated:

ঝড় হওয়ার সময় বক্তৃতা থামিয়ে অভিষেক সভাস্থলে আসা সাধারণ মানুষের বসার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন। বলেন, ‘‘ডি-জোনে লোক ঢোকানো হোক। আগে মানুষের নিরাপত্তা। আমার নিরাপত্তা পরে হবে৷ গাছের নীচে কেউ থাকবেন না৷ সবাই প্যান্ডেলে চলে আসুন৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আকাশ কালো করে মেঘ৷ তুমুল ঝড়বৃষ্টি৷ ভাতার যাওয়ার পথে কদিন আগেই দুর্যোগের জন্য থামাতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ সেদিন বৃষ্টির সন্ধেবেলা অবশ্য রাস্তার ধারের চায়ের দোকানে গরম চা-পকোড়া খেয়েছিলেন অভিষেক৷ তার পরে তাঁর নব জোয়ার যাত্রা আরও এগিয়েছে৷ তবে ঝড়জলের কারণে একাধিক বার বাধা পেয়েছে তাঁর কনভয়৷ এদিন পুরুলিয়াতেও তুমুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল অভিষেকের সভাস্থল৷ কিছুক্ষণের জন্য বক্তৃতাও থামাতে হল তাঁকে৷ দুর্যোগের কারণে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ডি জোনে মানুষের বসানোর ব্যবস্থা করলেন তিনি।
advertisement

ঝড় ওঠার কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। বলেন, ‘‘মানুষের জনজোয়ার চলছে। এটা আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ। কেউ ব্যতিব্যস্ত হবেন না। অনেক ঝড়-বৃষ্টির মধ্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছে।’’

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ওটা কী পড়ে?…..খাবার খেয়ে অসুস্থ ছোট ছোট শিশু, তুমুল শোরগোল

advertisement

ঝড় হওয়ার সময় বক্তৃতা থামিয়ে অভিষেক সভাস্থলে আসা সাধারণ মানুষের বসার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন। বলেন, ‘‘ডি-জোনে লোক ঢোকানো হোক। আগে মানুষের নিরাপত্তা। আমার নিরাপত্তা পরে হবে৷ গাছের নীচে কেউ থাকবেন না৷ সবাই প্যান্ডেলে চলে আসুন৷’’

advertisement

এর পরেই বিরোধীদের কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘অন্য রাজনৈতিক দলের সভায় কম্বল বিতরণ করতে মানুষ মারা যায়৷ আমাদের সম্পদ আমাদের কর্মী। ওদের হাতে ইডি, সিবিআই, টাকা আছে। আমাদের কাছে আমাদের সম্পদ দলের কর্মীরা আছে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এদিন পুরুলিয়ায় পৌঁছেছে অভিষেকের নবজোয়ার যাত্রা৷ হুটমুড়া ময়দানে অভিষেকের সভা চলাকালীনই শুরু হয় প্রাকৃতিক দূর্যোগ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: তুমুল ঝড়বৃষ্টি! ফের দুর্যোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়....হুটমুড়ার সভায় যা হল, তোলপাড় কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল