ঝড় ওঠার কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। বলেন, ‘‘মানুষের জনজোয়ার চলছে। এটা আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ। কেউ ব্যতিব্যস্ত হবেন না। অনেক ঝড়-বৃষ্টির মধ্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছে।’’
advertisement
ঝড় হওয়ার সময় বক্তৃতা থামিয়ে অভিষেক সভাস্থলে আসা সাধারণ মানুষের বসার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন। বলেন, ‘‘ডি-জোনে লোক ঢোকানো হোক। আগে মানুষের নিরাপত্তা। আমার নিরাপত্তা পরে হবে৷ গাছের নীচে কেউ থাকবেন না৷ সবাই প্যান্ডেলে চলে আসুন৷’’
এর পরেই বিরোধীদের কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘অন্য রাজনৈতিক দলের সভায় কম্বল বিতরণ করতে মানুষ মারা যায়৷ আমাদের সম্পদ আমাদের কর্মী। ওদের হাতে ইডি, সিবিআই, টাকা আছে। আমাদের কাছে আমাদের সম্পদ দলের কর্মীরা আছে।’’
এদিন পুরুলিয়ায় পৌঁছেছে অভিষেকের নবজোয়ার যাত্রা৷ হুটমুড়া ময়দানে অভিষেকের সভা চলাকালীনই শুরু হয় প্রাকৃতিক দূর্যোগ।