রাজ্যের লাখ লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। সেই প্রকল্প এবারের পঞ্চায়েত ভোটের বড় ইস্যু। কারণ ঠিক ভোটের আগে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ২০০০ টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্ত প্রকল্প হিসেবে। এবং এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে কটাক্ষ করে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: ‘পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত ধোয়া তুলসিপাতা..’ অভিষেকের বিস্ফোরক দাবি! যা বললেন, তুঙ্গে শোরগোল
এদিন কালনা থেকে ফের অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই কড়া মন্তব্য করেন। তাঁর কথায়, ‘অভিষেক বন্দোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে রোজ বলে বেড়ায়। আপনারা আপনাদের রাজ্যের সরকার যেখানে আছে সেখানে আগে মহিলাদের ১০০০ করে প্রতি মাসে দিন। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভান্ডার আগে দিয়ে দেখান। পরে বড় বড় কথা বলবেন।’
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু! বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা
পঞ্চায়েত ভোটের আগে ফের পরিষেবা পাওয়ার জন্য অভিষেককে সরাসরি জানানোর আর্জি জানান তিনি। অভিষেক বলেন, ‘পরিষেবা পেতে অসুবিধা হলেই আমাকে ফোন করবেন। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে আমাকে ফোন করে জানাবেন৷ সকাল ৯’টা থেকে ফোন করে জানাবেন৷’
আবীর ঘোষাল