গত কয়েক দিন ধরে জামালপুর ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। বাসিন্দারা দাবি করেন, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না। এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। অনেকেই গত তিন চার দিনে এই চিঠি পেয়েছেন। তাঁদের রেশন বন্ধ হয়ে গেছে দু তিন মাস আগেই। গত বেশ কিছুদিন তাঁরা ব্যাংকের লেন দেনও করতে পারছেন না। এবার রান্নার গ্যাস বা মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রেও সমস্যার মধ্যে পড়তে হবে বলে তাঁরা আশংকা করছেন।
advertisement
আরও পড়ুন: এই বিশেষ লাড্ডু খেলেই ফিরবে যৌবন! যৌন ক্ষমতা বাড়াবে! হার্ট থেকে অনিদ্রা সবেতেই দারুণ কাজের! জানুন
ব্লক প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে কেউ কোনও তথ্য চায়নি। কেন এমনটা হয়েছে কেউই বুঝে উঠতে পারছেন না।। আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে। এদিন জামালপুরের বিডিও পার্থ সারথী দে বলেন, কয়েকজনের আধার কার্ড বাতিল হয়েছে বলে চিঠি এসেছে এমন খবর শুনেছি তবে এ ব্যাপারে আমাদের কাছে কেউ কিছু জানায়নি বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জামালপুরের বিডিও স্থানীয় ডাকঘরেও যান। সেখানে তিনি আধার প্রস্তুতকারক সংস্থাই চিঠি গুলি পাঠিয়েছে কিনা সে ব্যাপারে জানতে চান। কবে থেকে এই ধরনের চিঠি আসছে, এতদিন পর্যন্ত কতজনকে সেই চিঠি পাঠানো হয়েছে সেসব ব্যাপারে বিস্তারিত খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন।
Saradindu Ghosh