এরপরই খবর দেওয়া হয় বাজার কমিটির সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলরকে। বেশ কয়েকটি আধার কার্ডের ঠিকানা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকেই অশোকনগরের বাসিন্দা। তবে কীভাবে ডাস্টবিনে আধার কার্ড এল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
advertisement
খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ গিয়ে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে আসে। কীভাবে আধার কার্ডগুলি এখানে পড়েছিল, তা তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ।
আরও পড়ুন: ‘তৃণমূল নাকি বিজেপি, কাকে ভোট দেবেন?’ শিশির অধিকারীর মন্তব্যে তুমুল জল্পনা
দিন দুই আগে পুরনো খাতা-বই, লোহা ভাঙচুরের দোকানেও মিলেছিল আধার কার্ড! পোস্ট অফিসের চরম গাফিলতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার দণ্ডীরহাট এলাকা। রাজ্য সড়ক ২এর পাশে দণ্ডীরহাট এলাকায় একটি ভাঙা-চোরা সামগ্রীর গুদামে যত্রতত্র নাম ও ঠিকানা-সহ পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড। ব্যবসায়ীদের কাছে পুরনো বই-খাতা, লোহা ভাঙার সঙ্গে ফেরিওয়ালারা বিক্রি করে গেছে আধার কার্ড। বসিরহাট ১নং ব্লকের বিভিন্ন ঠিকানার একাধিক আধার কার্ড পাওয়া গিয়েছে।