দেগঙ্গার বেড়াচাঁপার ইছামতী সমবায় দুগ্ধ উৎপাদক সংঘ লিমিটেডে কর্মরত কর্মী তাপস ঘোষ তার মাসিক বেতন তুলতে গিয়ে দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ব্যালেন্স টাকা কমে গিয়েছে।
আরও পড়ুন: মোবাইলের নেশা কতটা মারাত্মক হতে পারে! জীবন দিয়ে বুঝিয়ে গেল দুই বন্ধু
ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে নিয়ে তিনি দেখেন, চলতি মাসে ৫, ১২ ও ১৫-এই তিনদিনে ৩ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে আধারের ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে।
advertisement
আরও পড়ুন: ৫৩ বছরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ, পৃথিবীর যেখানে গেলে ফেরে না কেউ! কোথায় এই জায়গা?
যে ব্যক্তি কোনও দিন ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা লেনদেন করেননি, তাঁর অ্যাকাউন্ট থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা তুলল কে? জানতে দেগঙ্গা থানার পাশাপাশি ওই ব্যাঙ্কের শাখার দ্বারস্থ হয়েছেন তাপস। পাশপাশি তাঁর ক্ষোভ আধার কার্ডের ফিঙ্গার প্রিন্টের সুরক্ষা নিয়েও।