পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহরে হঠাৎই এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন ক্যাম্পাসের কর্মচারীরা। এর পরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে। তবে এই মৃতদেহ কোথা থেকে এল, না বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের কোন ছাত্রীর? সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতার নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
বর্ধমান থানার পুলিশ কোনও সম্ভাবনার দিকই বাদ দিচ্ছে না৷ বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে কেন এই তরুণীর দেহ পড়ে রইল? এই তরুণীকে কী খুন করা হয়েছে? নাকি অন্য কোনও কারণে কোনও দুর্ঘটনা ঘটেছে? নাকি, অন্যত্র খুন করে এই তরুণীর দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে৷ ঘটনার পর সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ৷
শরদিন্দু ঘোষ