জামালপুরে দামোদরের ঘাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুরের পুলমাথা এলাকায় বাসিন্দারা ওই যুবকের মৃতদেহ দামোদরে ভাসতে দেখে। বিষয়টি তারা জামালপুর থানায় জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
advertisement
জামালপুর থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিয়য়টি পাশের থানাগুলিকে জানানো হয়েছে। ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহে সেভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তাই জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দামোদরে এখন বিশেষ জল নেই। সেভাবে স্রোতও নেই। তাই অনেক দূর থেকে দেহটি ভেসে এসেছে এমনটাও ভাবা যাচ্ছে না। তাই আশপাশ এলাকারই সে বাসিন্দা বলে মনে করা হচ্ছে। সেজন্যই পাশের থানাগুলিতে খবর দেওয়া হয়েছে। সেসব এলাকায় গত দু-এক দিনে কোনও যুবকের নিখোঁজের ডায়েরি হয়েছে কিনা তা দেখা হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় জানা যাবে। পুলিশ জানিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দারাই দামোদরে ভাসতে থাকা যুবকের দেহটি দেখতে পায়। তারাই জামালপুর থানায় খবর দেয়। সেই খবর পেয়েই মৃতদেহটি উদ্ধার করা হয়।