মৃত যুবকের নাম সামিরুল শেখ, বয়স ২১ বছর। পারিবারিক সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ বাড়ি থেকে মাছ ধরার নাম করে বার হন সামিরুল। তার কিছু সময় বাদে বোমা ফাটার আওয়াজ পায় পরিবারের লোকজন। এরপরেই বাড়িতে খবর আসে বোমা ফেটে গুরুতর জখম হন সামিরুল।
advertisement
পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে এলে তার কিছু সময় বাদেই তার মৃত্যু হয়। ঘটনার খবর জানানো হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সামিরুল ভিন রাজ্যে সোনার দোকানে কাজ করত বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সামিরুল যুক্ত আছে কিনা সেই বিষয়টি অস্বীকার করেছে তার পরিবারের লোকজন।
এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জখম কিংবা কারা-কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও সামিরুলের মৃত্যুর ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, হাসপাতালেই কান্নায় ভেঙে পড়ে সামিরুলের পরিবার। অন্য দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনার কী রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Mainak Debnath