অভিযোগ, ওই বাড়িতে মহিলাকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, এই নিয়ে বাড়াবাড়ি করলে আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনার পর ওই মহিলার পক্ষ থেকে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের নাম অনিমেষ সাঁতরা। তার বাড়ি হুগলির ধনিয়াখালি থানার হাবিবপুর এলাকায়।
advertisement
আরও পড়ুন- গ্রাম থেকে প্রথম উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ দুই ছাত্রী! উৎসবের মেজাজ গোটা এলাকায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানা এলাকায় ওই মহিলার বাড়ি। গত ২৮ মার্চ দুপুরে তিনি বাড়িতে রান্না করছিলেন। সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে প্রতিবেশী এক মহিলাকে ডেকে দেওয়ার জন্য তাঁকে বলা হয়। মহিলা তাঁকে ডাকতে তাঁর বাড়িতে যান। সেই মহিলা তখন বাড়িতে ছিলেন না। তাঁর বাড়িতে অনিমেষ ছিল। অভিযোগ, সেই সময় মহিলাকে ধর্ষণ করে অনিমেষ। পরে তাঁকে হুমকি দেওয়া হয়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
এরপর গত বৃহস্পতিবার মহিলাকে ধর্ষণ ও তাঁর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় অভিযুক্ত অনিমেষ বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে। অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার।
তা মঞ্জুর করেছে আদালত। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সিজেএম। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনার সঙ্গে আরও কারও মদত ছিল কিনা তা খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ।