লক ডাউনের প্রথমদিন থেকে স্থানীয় দোকানের মধ্যে আটকে ছিল একটি সারমেয়। জানাজানি হতেই তালা ভেঙে বের করা হল তাকে । তবে এই ৭২ দিনের কোনওদিন তাকে না খেয়ে থাকতে হয়নি । প্রতিবেশী যুবকরা প্রতিদিন দোকানের ভেতর হাত ভরে কখনও ভাত , আবার কখনো পাইপের মাধ্যমে জল পৌঁছে দিয়েছে ।
বীরভূমের দুবরাজপুরের পোদ্মারবাধ এলাকায় সুমন দাঁ-র স্টেশনারি দোকান । লকডাউনের সময় থেকে দোকান বন্ধ । আর সেই সময় সপরিবারে ঝাড়খন্ডে আত্মীয় বাড়িতে গিয়ে আটকে পড়েন মালিক । এখনও তাঁরা সেখানেই আটকে । স্থানীয়রা জানিয়েছেন, দোকান বন্ধ করার সময় দোকানের মালিকের নজর এড়িয়ে যায় , দোকানের ভেতরেই বসেছিল এক সারমেয় । ওই অবস্থায় বন্ধ দোকানে দীর্ঘদিন আটকেছিল সে । এরপর স্থানীয় এক যুবক তালাবন্ধ দোকান থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ পান । তারপর থেকে কুকুরটিকে সাধ্যমত ফাঁক দিয়েই খাওয়ানো হয়েছে খাবার , কখনও পাইপের সাহায্যে পানীয় জল পৌঁছন হয়েছে । ঝামেলা বাড়তে পারে ভেবে তিনি ভয়ে কাউকে বলেননি ।
advertisement
এরপর ঘটনার খবর জানাজানি হতেই মঙ্গলবার খবর যায় পুলিশ এবং পুরসভার কাছে । দুবরাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডে আসেন ঘটনাস্থলে ।আসে দুবরাজপুর থানার পুলিশ । ততক্ষণে প্রচুর মানুষ জড় হয়ে যায় ৷ সবার উপস্থিতিতেই ভাঙ্গা হয় দোকানের তালা এবং তারপর দীর্ঘদিন পর বেরিয়ে আসে ওই পথ কুকুরটি । কুকুরটি বেরিয়ে আসতেই খুশির হওয়া এলাকাবাসীর মধ্যে । এদিন কেউ তাকে খাওয়ালেন বিস্কুট খাইয়েছেন , অনেকে মাথায় গলায় হাত বুলিয়ে আদর করেছেন । তবে সুস্থই রয়েছে সে । পথ কুকুরটিকে এভাবে নিঃশব্দে যত্ন করায় সবাই বাহবা দিয়েছে রাজেস হাজরা নামে ওই যুববকে ।
Supratim Das