TRENDING:

Death News: ৫০ টিরও বেশি ঘুমের ওষুধ খেয়েই...! স্কুল শিক্ষকের চরম পরিণতিতে শোক-হাহাকার

Last Updated:

Death News: শেয়ার ট্রেডিং ব্যবসায় কোটি টাকার ক্ষতি। আর্থিক কষ্ট থেকে মানসিক অবসাদ। একসঙ্গে ৫০ টিরও বেশি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হলেন তমলুকের ময়নার এক স্কুল শিক্ষক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: শেয়ার ট্রেডিং ব্যবসায় কোটি টাকার ক্ষতি। আর্থিক কষ্ট থেকে মানসিক অবসাদ। একসঙ্গে ৫০ টিরও বেশি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হলেন তমলুকের ময়নার এক স্কুল শিক্ষক৷
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
বিপনচিকার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, “ডাবল মার্ডার” বলে দাবি করেছে। ইউএই পুলিশও এই মামলার তদন্ত করছে।
advertisement

ময়নার কলাগেছিয়া হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রুদ্রপ্রসাদ হাইতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। একসঙ্গে অনেক গুলো ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে রাহু গ্রহণ যোগ, ৪ রাশির বিরাট ফাঁড়া, সতর্ক না হলেই পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী?

তমলুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে, ওই শিক্ষক শেয়ার বাজারে লগ্নির ব্যবসা করতেন। প্রথমদিকে লাভ হলেও পরে সমস্যা বাড়তে থাকে।মার্কেট থেকে প্রায় এক কোটি টাকার মতোন তোলেন। পরে শেয়ারের ব্যবসায় ক্ষতি হতে থাকে। দেনাগ্রস্ত হয়ে পড়েন।ময়নার শ্রীরামপুর এলাকার ঘরবাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতেন।

advertisement

আরও পড়ুন-তেড়ে আসছে ঝড়-তুফান…! দমকা ঝোড়ো হাওয়া, ‘তোলপাড়’ ভারী বৃষ্টিতে তছনছ হবে দক্ষিণের ৬ জেলা, এল আবহাওয়ার বড় আপডেট

গভীর রাতে আত্মহত্যার করতে চেয়ে ঘুমের ট্যাবলেট খান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ময়না হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে তমলুক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর তদন্তে তমলুক থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: ৫০ টিরও বেশি ঘুমের ওষুধ খেয়েই...! স্কুল শিক্ষকের চরম পরিণতিতে শোক-হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল