ময়নার কলাগেছিয়া হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রুদ্রপ্রসাদ হাইতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। একসঙ্গে অনেক গুলো ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
তমলুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে, ওই শিক্ষক শেয়ার বাজারে লগ্নির ব্যবসা করতেন। প্রথমদিকে লাভ হলেও পরে সমস্যা বাড়তে থাকে।মার্কেট থেকে প্রায় এক কোটি টাকার মতোন তোলেন। পরে শেয়ারের ব্যবসায় ক্ষতি হতে থাকে। দেনাগ্রস্ত হয়ে পড়েন।ময়নার শ্রীরামপুর এলাকার ঘরবাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতেন।
advertisement
গভীর রাতে আত্মহত্যার করতে চেয়ে ঘুমের ট্যাবলেট খান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ময়না হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে তমলুক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর তদন্তে তমলুক থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: ৫০ টিরও বেশি ঘুমের ওষুধ খেয়েই...! স্কুল শিক্ষকের চরম পরিণতিতে শোক-হাহাকার