পশুপ্রেমী সুধীর মাজি সাঁকরাইল থানায় অভিযুক্ত শিবপ্রসাদ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সুবীর মাজির অভিযোগ, অভিযুক্ত শিবপ্রসাদ ঘোষকে তিনি সঙ্গে করেই থানায় গেলেও দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়। এমনকি অভিযোগ নিতেও অস্বীকার করে। এরপর নিজের দোষ স্বীকার করলেও তার বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ নিতে রাজি হয়নি পুলিশ। দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ঘন্টাখানেক পর অভিযোগ নেন। অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত শিবপ্রসাদ ঘোষকে আটক করেছে পুলিশ।
advertisement
এদিকে, মৃত হনুমানটির ময়না তদন্ত করা হবে। বন দফরের বন্যপ্রাণ বিভাগের তরফে আগামিকাল করা হবে ময়না তদন্ত। ঘটনার বিষয় রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "খুবই দুঃখজনক ও ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছেন অভিযুক্ত। পুলিশকে বলব অভিযুক্তের বিরুদ্ধে সবরকম আইনি ব্যবস্থা নিতে।" হনুমানটির ময়না তদন্ত ও শেষকৃত্য বনদফতর করবে। এই ঘটনার প্রতিবাদ ও অভিযোগ দায়ের করার জন্য পশুপ্রেমিকে সুবীর মাজিকে ধন্যবাদ জানিয়েছেন বন দফতরের কর্তারা। তাদের দাবি, এই ধরণের ঘটনা অনেকেই দেখে এবং তা নিয়েপ্রতিবাদ করেন না। তার সুবীর মাজির কাজ প্রশংসাযোগ্য।
Debasish Chakraborty
