তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও মাথাভাঙায় এক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, সেই খবর news18 বাংলায় প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার কথা জানাজানি হওয়ার পরে ওই ব্যক্তি সেই টাকা ফেরতও দিয়ে দেন।
এবার ফের একই ঘটনা। যদিও মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তি বলেন, ‘অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না। বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।’ বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি।দুর্নীতির পাহাড় তকমা দাগিয়ে তদন্ত করে যারা ঘটনায় যুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। যদিও তৃণমূল পরিচালিত পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানেন না বলে দাবি করেন।
advertisement
রাজেশ দাশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Bhandar: ফলে গেল বিরোধীদের অভিযোগ? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেন 'ইনি'! পরিচয় ফাঁস হতেই তোলপাড়