TRENDING:

Education: শিক্ষক-শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছে স্কুল! অন্ধকারের মুখে বড়ঞাঁর এই গ্রাম

Last Updated:

Education: আছে স্কুল, আছে পড়ুয়া, আছে স্কুল ভবন, কিন্তু অভাব শুধু শিক্ষকের। বড়ঞাঁ ব্লকের অন্তগর্ত পাঁচথুপি গার্লস হাইস্কুল বন্ধের পথে শিক্ষকের অভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বড়ঞাঁ: রাজ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই বড়ঞাঁর পাঁচথুপি গার্লস হাইস্কুলে শিক্ষকের অভাবে স্কুলের পঠনপাঠন প্রায় বন্ধ হতে বসেছে (Education)। জানা গিয়েছে, বর্তমানে প্রধান শিক্ষিকা-সহ চারজন সহকারি শিক্ষিকা রয়েছে। তার মধ্যে দুই জন শিক্ষিকা বদলি চাইছেন। যার ফলে, চরমভাবে বিঘ্নিত হচ্ছে স্কুলের পাঠদান। ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা (Education)। অবিলম্বে স্কুলের পঠনপাঠন চালুর দাবিতে সোমবার নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষিকাকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আছে স্কুল, আছে পড়ুয়া, আছে স্কুল ভবন, কিন্তু অভাব শুধু শিক্ষকের। বড়ঞাঁ ব্লকের অন্তগর্ত পাঁচথুপি গার্লস হাইস্কুল বন্ধের পথে শিক্ষকের অভাবে। ওই স্কুলের প্রায় ৯০০ জন ছাত্রীর ভবিষ্যৎ এখন অন্ধকারে। হাতে গোনা মাত্র ৪ জন শিক্ষিকা রয়েছেন (Education)। ক্লাস প্রায় বন্ধের পথে। ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। পড়ুয়াদের দাবি, প্রশাসনের তৎপরতায় স্কুলে আরও নতুন শিক্ষিকা নিয়োগ করা হোক। খুব তাড়াতাড়ি স্কুলে নিয়মিত পঠনপাঠন শুরু করা হোক।

advertisement

আরও পড়ুন: হুড খোলা জিপে শত্রুঘ্ন সিনহা, আসানসোল লোকসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ 'তারকা' তৃণমূল প্রার্থীর

জানা গিয়েছে, পাঁচথুপি গার্লস হাই স্কুল থেকে অনেক শিক্ষিকা চলে গিয়েছেন। বর্তমানে রয়েছেন প্রধান শিক্ষিকা-সহ চার সহকারি শিক্ষিকা (Education)। যাতাযাতের সমস্যায় স্থান পরিবর্তন করে বাকি শিক্ষিকারাও যেতে চাইছেন তাঁদের নিজেদের বাসস্থান এলাকার স্কুলে। সোমবার এই ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে স্কুলের পঠন পাঠন চালুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষিকাকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, অবিলম্বে স্কুলের বাকি শিক্ষিকাদের ফিরিয়ে নিয়ে, নির্ধারিত নিয়ম অনুযায়ী স্কুল চালু হক। না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন পাঁচথুপি নাগরিক মঞ্চের সম্পাদক অজিত লাহা। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পাঁচথুপি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রানু ঘোষ। দ্রুত শিক্ষক নিয়োগে পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Education: শিক্ষক-শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছে স্কুল! অন্ধকারের মুখে বড়ঞাঁর এই গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল