বুধবার দুপুরে বহরমপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে নম্বর কম দেওয়ার অভিযোগে ভাঙচুর চালায় একদল ছাত্র। পড়ুয়াদের দাবি, এ বছর স্কুলে ৫৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ৫৭ জন পাশ করেছে। কিন্তু যে নম্বর পাওয়ার আশা তারা করেছিল, তার চেয়ে অনেক কম নম্বর এসেছে। যা নিয়ে চরম অসন্তুষ্ট তারা। তার জেরেই এ দিন উত্তেজিত পড়ুয়ারা স্কুলের তালা ভেঙে ব্যাপক ভাঙচুর চালায়। একের পর এক বেঞ্চ, পাখা ভাঙতে থাকে। আটকে রাখা হয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। গোটা ঘটনার কথা সংসদে জানানো হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
স্কুল কর্তৃপক্ষের কথায়, মাধ্যমিক ও একাদশ শ্রেণির মুল্যায়নের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে তাঁদের কোনও হাত নেই। এক শিক্ষক বলেন, "আমরা সংসদে বিষয়টি জানিয়েছি, তারা যা সিদ্ধান্ত নেবেন, সেটা ছাত্রদের জানানো হবে।' স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস জানান, 'কয়েকদিন আগে রেজাল্ট বেরোলেও ছাত্ররা অসন্তুষ্ট। তাই স্কুলের আসবাবপত্র ভাঙচুর করেছে। তাদের দাবি আরও মার্কস পেত পরীক্ষা হলে, তাই এই ভাঙচুর, আমি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি।'
একাদশ শ্রেণির পরিক্ষা ওপর নির্ভর করে এই রেজাল্ট, ফলে তাদের নম্বর কম এসেছে। এখন চাইছে তাদের কীভাবে রেজাল্ট আরও ভালো হবে। পরীক্ষায় বসার সুযোগ রয়েছে কিন্তু তারা পরীক্ষায় বসতে রাজি নয়। এ দিন তান্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Pranab Kumar Banerjee