নিখোঁজ ছাত্র সম্রাট খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে। এদিন তার স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ হবার কথা ছিল। কিন্তূ কী কারনে ছাত্রটি বাড়ি থেকে বেরিয়ে গেল বা কোথায় গেল। সেব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি তার পরিবারের সদস্যরা। যদিও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নিয়েও সম্রাটের কোন খোঁজ না মেলায় উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা।
advertisement
নিখোঁজ ওই ছাত্রের রহস্যজনক অর্ন্তধ্যানে রীতিমতো হতবাক প্রতিবেশীরাও। অপরদিকে ছাত্রটির বাড়ি থেকে বেরিয়ে যাবার মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রটির পরিবারের তরফ থেকে রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
নিখোঁজ ছাত্র সম্রাটের উদ্বিগ্ন মা জানান, ছেলের আজ পরীক্ষার ফলাফল প্রকাশ হবার কথা ছিল। কিন্তু ফলাফলের ব্যাপারে ছেলেকে আমরা কিছুই বলিনি। তবুও ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল তা সঠিক বলতে পারব না।