TRENDING:

ইলামবাজারে অজয় নদের ব্রিজ মেরামতি, ২-১৭ ফেব্রুয়ারি বন্ধ ভারী গাড়ি চলাচল

Last Updated:

১৯৬২ সালের ১৭ জুলাই ব্রিজটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়৷ এর উপর দিয়েই গিয়েছে ১৪ নম্বর রাজ্য সড়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
SUPRATIM DAS
advertisement

#ইলামবাজার: মেরামতির জন্য় আংশিক বন্ধ থাকছে বীরভূমের ইলামবাজারে অজয় নদের উপর তৈরি ব্রিজটি৷ ২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের উপর দিয়ে ভারী পণ্য়বাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকছে ৷ তবে যাত্রিবাহী বাস ও ছোট গাড়িগুলি ব্রিজের উপর দিয়েই চলবে৷ মেরামতির সময়ে ভারী গাড়ি চলাচলের জন্য় বিকল্প রুটের ব্য়বস্থা করেছে জেলা প্রশাসন৷ 

advertisement

বিকল্প রুট

  • কলকাতা, হাওড়া, বাঁকুড়া ও মেদিনীপুরগামী সব ভারী পণ্য়বাহী গাড়িগুলি ব্রিজে ওঠার আগেই ঘুরিয়ে দেওয়া হবে
  • দুবরাজপুর থানা এলাকার জয়দেব মোড় থেকে ঘুরিয়ে, দুর্গাপুরের মুচিপাড়ায় ২ নম্বর জাতীয় সড়কে ওঠানো হবে
  • ওই রাস্তার চাপ কমাতে, দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে ভারী গাড়িগুলিকে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে ওঠানো হবে
  • advertisement

১৯৬২ সালের ১৭ জুলাই ব্রিজটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়৷ এর উপর দিয়েই গিয়েছে ১৪ নম্বর রাজ্য সড়ক৷ সড়কপথে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানকে যুক্ত করেছে ব্রিজটি৷ তাই প্রতিদিন অসংখ্য ছোট-বড় গাড়ি চলে ব্রিজটির উপর দিয়ে৷ কিন্তু মেরামতির অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে অজয় নদের ব্রিজটি৷ অবশেষে জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন৷ মেরামতির দায়িত্বে রয়েছে পূর্ত দফতর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

ইলামবাজারে অজয় নদের ব্রিজটির পাশেই একটি নতুন ব্রিজ তৈরির কাজ চলছে৷ যানজট এড়াতে খুব তাড়াতাড়ি নতুন ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দিতে চায় রাজ্য সরকার৷ নতুন ব্রিজটি চালু হলে, পুরোন ব্রিজের উপর গাড়ির চাপ অনেকটা কমে যাবে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইলামবাজারে অজয় নদের ব্রিজ মেরামতি, ২-১৭ ফেব্রুয়ারি বন্ধ ভারী গাড়ি চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল