কিন্তু ভাগীরথী নদীতে স্নান করতে নেমে সাঁতার না জানার কারণে নদীর গভীরে চলে গেলে সে তলিয়ে যায়। ইতিমধ্যেই এলাকার মানুষজন জাল ফেলে নৌকা নিয়ে সেই শিশু কন্যাকে উদ্ধারের কাজে লেগে পড়েছেন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে নদীর পাড়ে এসে হাজির হয়েছেন উক্ত এলাকার শতাধিক মানুষজন।
AC ও স্লিপার কোচে আর চড়া যাবে না! TTE এলেই ইচ্ছেমতো ‘সফর’ শেষ…! বড় সিদ্ধান্ত রেলের
advertisement
গরমে নিস্তেজ জবাগাছ? ফুল আসছে না? এক চামচ ‘ডিটারজেন্ট পাউডার’ ব্যবহার করুন…! উপচে পড়বে ফুল
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাগীরথী নদীতে গভীরতা রয়েছে অনেক। যদিও দশ বছরের ঐ শিশু সাঁতার জানত না, ফলে নদীতে স্নান করতে নেমেই তলিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতেই কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিদের সঙ্গে উদ্ধার কাজে হাতে লাগান। এখনও পর্যন্ত উদ্ধার হয়নি শিশু কন্যা।
কৌশিক অধিকারী