TRENDING:

‘৯০০ বছর আগে খরার কারণেই ধ্বংস হয়েছিল সিন্ধু সভ্যতা’

Last Updated:

প্রায় ৯০০ বছর ধরে চলেছিল খরা ৷ আর সেই কারণেই ৪ হাজার ৩৫০ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল সিন্ধু সভ্যতা ৷ এমনটাই দাবি খড়গপুর আইআইটি’র বিজ্ঞানীদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: প্রায় ৯০০ বছর ধরে চলেছিল খরা ৷ আর সেই কারণেই ৪ হাজার ৩৫০ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল সিন্ধু সভ্যতা ৷ এমনটাই দাবি খড়গপুর আইআইটি’র বিজ্ঞানীদের ৷ দীর্ঘ গবেষণার পর এই সিদ্ধান্তেই পৌঁছেছে তাঁরা ৷
advertisement

এতদিন ধরে যে তত্ত্ব প্রচলিত ছিল, তা থেকে জানা যায় যে, ২০০ বছর ধরে খরা চলেছিল ৷ তবে সেই তত্ত্বকে খারিজ করে নয়া তত্ত্ব সামনে এনেছে আইআইটি’র বিজ্ঞানীরা ৷ গত ৫০০০ বছরের বর্ষার তারতম্য নিয়ে গবেষণা চালাচ্ছিলেন জিওলজি ও জিওফিজিক্সের গবেষকরা ৷ তাঁদের দাবি, গবেষণায় উঠে আসা তথ্যে দেখা গিয়েছে, ৯০০ বছর উত্তর-পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে খুব কম বৃষ্টি হওয়ায় জলের প্রধান উৎস নদীগুলি শুকিয়ে যেতে থাকে ৷ এর ফলে যেখানে বর্ষার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো, সেদিকটাতেই বসতি গড়তে শুরু করেন বাসিন্দারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গবেষকদের নেতৃত্বে দিয়েছেন অনিলকুমার গুপ্ত ৷ তিনি জানিয়েছেন, ‘‘২,৩৫০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ১,৪৫০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত খুবই দূর্বল ছিল মৌসুমী বায়ু ৷ যেটি সিন্ধু সভ্যতার উপর গভীর প্রভাব ফেলেছিল ৷ আর তার জেরেই খরা পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ এর জন্যই মানুষজন খরাপ্রবণ এলাকা ছেড়ে বৃষ্টি হয় এমন এলাকায় গিয়ে থাকতে শুরু করে ৷ তখনকার বাসিন্দারা গঙ্গা-যমুনা উপত্যকার দিকে সরে যেতে থাকে ৷ পূর্ব দিকে পশ্চিমবঙ্গ ও বিহার, মধ্য ও পূর্ব উত্তরপ্রদেশ আর দক্ষিণ দিকে বিন্ধ্যাচল ও গুজরাটের দক্ষিণে তারা বসতি গড়ে তোলে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘৯০০ বছর আগে খরার কারণেই ধ্বংস হয়েছিল সিন্ধু সভ্যতা’