জঙ্গলের আলো-অন্ধকার রাস্তা। মাইলের পর মাইল খালি পায়ে হাঁটা। সন্ত্রাস ঘেরা জীবনে পুলিশের ভয়ে লুকিয়ে কাটত প্রতিটা ক্ষণ। বাঁকুড়ার জঙ্গলমহলে একসময় সক্রিয় ছিল মাওবাদী স্কোয়াড। কেউ বাধ্য হয়ে। কেউ আবার মতাদর্শগতভাবে যোগ দিয়েছিলেন মাওবাদী হিসেবে । দিশাহীন জীবন থেকে অনেকেই ফিরতে চেয়েছিলেন স্বাভাবিক জীবনে। মাওবাদীদের মনের কথা বুঝেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মতই আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরেছেন মাওবাদীরা। বিয়াল্লিশ দিন করে প্রশিক্ষণ। পাঁচ বছরে চার দফায় পুলিশের হোমগার্ডের চাকরিতে যোগ দিয়েছেন ৭৯ জন মাওবাদী।
advertisement
নতুন জীবনে ফেরা
-----------------------
- বাঁকুড়ায় আত্মসমর্পণ করেছেন ৮৬ মাওবাদী
- ২ জন মারা গিয়েছেন, ২ জন চাকরিতে অনিচ্ছুক
- ২ জনের বয়স বেশি হয়ে গিয়েছে
- ১ জন মালদহের বাড়িতে ফিরে গিয়েছেন
- ৪ দফায় পুলিশের চাকরিতে যোগ ৭৯ জনের
সম্প্রতি বাঁকুড়া পুলিশ লাইনে ১৭ জন আত্মসমর্পণকারী মাওবাদী যোগ দিলেন হোমগার্ড হিসেবে। নতুন জীবনে কর্তব্য পালনের সঙ্গেই আছে নাচে-গােন মেতে ওঠা। মাথা উঁচু করে বেঁচে থাকার রসদ।
পুলিশের চাকরিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন আত্মসমর্পণকারী মাওবাদীরা। নতুন কাজ স্বস্তি দিয়েছে। দিয়েছে স্বাধীন জীবন। ফিরেছে শান্তি। রোদ ঝলমলে দিনগুলো আরও রঙিন হয়েছে জঙ্গলমহলে।