শুক্রবার বিকেলে ওই বৃদ্ধা টিভির কেবল লাইনের বিলের টাকা জমা দিতে গিয়েছিলেন। বাড়ি থেকে একটু দূরেই গিয়েছিলেন তিনি। বৃদ্ধার অভিযোগ, নির্জন রাস্তায় একা পেয়ে তাঁর পথ আটকায় অভিযুক্ত যুবক অনিল মাড্ডি। বৃদ্ধাকে অনিল জোর করে রাস্তার পাশে বাঁশ বাগানের ভিতর নিয়ে যায় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার করে ওঠেন ওই বৃদ্ধা। তখন তাঁর মুখে রুমাল চাপা দিয়ে চিৎকার আটকানোর চেষ্টা হয়। অভিযুক্ত ওই বৃদ্ধার শাড়ি খুলে দেওয়ারও চেষ্টা করে যুবক। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা বাঁশ বাগানের ভিতর ছুটে গেলে অনিল পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। গুসকরা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।
advertisement
বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তকারী পুলিশ অফিসাররা বৃদ্ধার কাছে বিস্তারিত ঘটনার বিবরণ শোনেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক অনিল মাড্ডিকে গ্রেফতার করেছে। শনিবার ধৃত অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
আউশগ্রামের বাসিন্দা জয়ন্ত মণ্ডল বলেন, "বয়স্করা প্রণম্য। এই ঘটনা এলাকার বাসিন্দাদের মাথা হেঁট করে দিল। এমন ঘটনাও যে ঘটতে পারে তা কোনও দিন ভাবা যা নি। আমরা চাই এই জঘন্য ঘটনার জন্য অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হোক। তাতে অন্যরাও মহিলাদের যৌন নির্যাতন করতে দু'বার ভাববে।"
Saradindu Ghosh