গঙ্গার জল স্তর কমতেই ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জে। বুধবার রাতেই তলিয়ে যায় সামশেরগঞ্জ কামালপুরে সাতটি বাড়ি। তলিয়ে যায় কয়েক বিঘা জমি ও গ্রামের রাস্তা। শীতের কনকনে ঠাণ্ডায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ভাঙন বিধ্বস্ত নিঃস্ব অসহায় পরিবার গুলো। প্রসঙ্গত গত অগাস্ট মাস থেকে সামশেরগঞ্জ ধানঘরা, শিবপুর , ধুসরীপাড়া গঙ্গা ভাঠনের ফলে কয়েকশো বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। তলিয়ে যায় একাধিক স্কুল বাড়ি থেকে অঙ্গনারী কেন্দ্র। কৃষিজমি থেকে আম বাগান সবই তলিয়ে যায়। এখনও তারা পুনর্বাসন পাইনি। এরই মধ্যে আবার নতুন করে ভাঙন শুরু হওয়ায়, শুরু হয়েছে নতুন করে আতঙ্ক। ফারুক শেখ বলেন, "হঠাৎ করে গঙ্গার জল স্তর কমে যায়। তারপরে নতুন করে শুরু হয়েছে ভাঙন। সন্ধ্যা থেকেই অল্প অল্প ভাঙন হচ্ছিল। এরপরের রাতের মধ্যে গোটা বাড়ি তলিয়ে গেল জলের মধ্যে। পরিবার নিয়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। সরকারের একটা ব্যবস্থা করুক আমরা তাই চাইছি।" সাবিনা বিবি বলেন, "দু-দুবার এর আগে বাড়ি ভেঙে গেছে। তৃতীয়বার বাড়ি তৈরি করেছিলাম তাও চলে গেল। ঠাণ্ডার মধ্যে পরিবার নিয়ে রাস্তার ওপরে রয়েছি। আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। সরকার যদি পুনর্বাসন না দেয় তাহলে রাস্তায় হবে আমাদের আশ্রয়।"
advertisement
PRANAB KUMAR BANERJEE
