এক নজরে জেনে নিন এই আসন সম্পর্কে বিস্তারিত তথ্য:
তমলুক (TAMLUK)--এই লোকসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। ২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী । পরবর্তীকালে ২০১৬ সালে তমলুক আসন থেকে পদত্যাগ করে নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে জয়লাভ করে রাজ্যের মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী । ওই একই আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন তাঁর ভাই দিব্যেন্দ্যু অধিকারী।
advertisement
কাঁথি (KANTHI)--এই লোকসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত।
২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী, পরাজিত হয়েছিলেন সিপিআইএম প্রার্থী তাপস সিনহা ।
ঘাটাল(GHATAL)-- এই লোকসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। ২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, পরাজিত হয়েছিলেন সিপিআই প্রার্থী সন্তোষ রানা ।
ঝাড়গ্রাম (JHARGRAM )--২০১৪ সালে এটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল, তবে পরে ঝাড়গ্রাম পৃথক জেলার মর্যাদা পেয়েছিল ।
২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উমা সোরেন, পরাজিত হয়েছিলেন সিপিআইএম প্রার্থী পুলিন বিহারি বাস্কে ।
মেদিনীপুর (MEDINIPUR)--২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রায়, পরাজিত হয়েছিলেন সিপিআই প্রার্থী প্রবোধ পন্ডা।
.পুরুলিয়া (PURULIA)
২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ মৃগাঙ্ক মাহাতো, পরাজিত হয়েছিলেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী নরহরি মাহাতো ।
বাঁকুড়া (BANKURA)--২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতি দেববর্মা (মুনমুন সেন), পরাজিত হয়েছিলেন সিপিআইএমের হেভিওয়েট বাসুদেব আচারিয়া ।
বিষ্ণুপুর (BISHNUPUR)--এই লোকসভা আসন বাঁকুড়া জেলার অন্তর্গত।
২০১৪ লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ, পরাজিত হয়েছিলেন সিপিআইম প্রার্থী সুস্মিতা বাউরি ।