স্থানীয় সূত্রে জানা গেছে গত ৩ অগাষ্ট দুপুরে গ্রাম লাগোয়া মাঠে ছাগল চরাতে যান ৫৭ বছর বয়সী এক প্রৌঢ়া। অভিযোগ সেই সময় স্থানীয় সুজিত বাউরি ওরফে সানি নামের বছর ২৪-এর এক যুবক প্রৌঢ়াকে মাঠের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়া।
advertisement
বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ প্রৌঢ়াকে প্রথমে স্থানীয় ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। গতকাল সন্ধ্যায় প্রৌঢ়ার পরিবারের তরফে সুজিত বাউরী ওরফে সানি নামের ওই যুবকের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাতনা থানায়।
অভিযোগ পেতেই তদন্তে নেমে যুবককে গ্রাম থেকেই গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত যুবক।
প্রিয়ব্রত গোস্বামী