রায় বাঘিনী যুবকবৃন্দ: ৫০ ফুটের প্রতিমা তৈরি করে চমক দিয়েছে ক্যানিংয়ের রায় বাঘিনী যুবকবৃন্দ। এবারের থিম নারী শক্তি। আলাদা ভাবনার জন্য মাত্র ৫ বছরেই বিখ্যাত হয়েছে রায় বাঘিনী যুবকবৃন্দের পুজো। মঙ্গলবার রাত থেকেই পুজো দেখতে উপছে পড়ছে ভিড়। বুধবারও মণ্ডপ চত্বরে তিলধারণের জায়গা নেই। মণ্ডপের সামনেই বসেছে মেলা।
বর্তিকা সংঘ: ক্যানিং বর্তিকা সংঘের পুজো এবার ২৭ বছরে। প্রতিবছরের মত এবারও মণ্ডপ তৈরিতে ভিন্ন ভাবনা দেখিয়েছে বর্তিকা সংঘ। বাংলার ঐতিহ্যের মেলবন্ধন এবারের পুজোর থিম। মাটির হাঁড়ি, কুলো ও কাঠ দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি। আগেরবারের তুলনায় বেড়েছে দর্শনার্থীর সংখ্যাও।
advertisement
ভ্রাতৃ সংঘ: ক্যানিংয়ের অন্যতম সেরা পুজোর মধ্যে একটি ক্যানিংয়ের ভ্রাতৃ সংঘের পুজো। এবার ২৩ বছরে পা দিয়েছে এই পুজো। ৫৮ হাতের কালী প্রতিমা তৈরি করে চমক দিয়েছেন উদ্যোক্তারা।