পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক মালদহ থেকে একটি সরকারি বাসে করে মোরগ্রামে বাসস্ট্যান্ডে বাস থেকে নামে। সেই সময় সাগরদিঘী থানার একটি দল বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিল। যুবকের ব্যাগের ভেতরে জাল নোট ছিল। মোরগ্রাম সেই সমস্ত নোট হাতবদল করার কথা ছিল। তার আগেই অবশ্য যুবককে গ্রেফতার করে পুলিশ।
ব্যাগের ভেতর থেকে ৫০০ও ২০০০ টাকার জাল নোট পাওয়া যায়। ধৃতের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে । ধৃতের নাম সুমন শেখ। অভিযুক্তকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "জাল টাকা কাকে বা কাদের দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছি। এই ঘটনার সঙ্গে আর যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2020 8:12 PM IST