TRENDING:

গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবক, ২০ বছরের সাজা ঘোষণা করল বারাসত আদালত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: বুধবার বারাসত জেলা আদালতে গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবকে ২০ বছরের সাজা ঘোষণা হল ।
advertisement

উল্লেখ্য , সোমবারই ওই চার যুবককে এক নেপালি মহিলা কে গণধর্ষণ দায়ে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত।মঙ্গলবার সেভেনথ এ ডি জে শুভায়ু ব্যানার্জি আলাদা আলাদা ভাবে চার দোষী সাব্যস্ত আইনজীবীর মত শোনেন বিচারক।

গত ২০১৬ সালের মে মাসের ৩০তারিখে সাতাশ বছরের এক বিদেশি মহিলাকে এক রেস্তোরাঁ যাবার সময় গাড়িতে তুলে গনধর্ষণ করে শুভেন্দু নাগ,সৌরভ দে, সুব্রত দত্ত ও অর্ণব বেরা। বুধবার বারাসাত জেলা আদালতের সপ্তম বিচারক শুভায়ু ব্যানার্জী চারজন আসামিকে দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে কিডন্যাপ,গণধর্ষণ,ও নৃশংস ভাবে বারংবার ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। আজ বুধবার এই চার জনের সাজা ঘোষণা করে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন সরকারি আইনজীবি বিভাস চ্যাটার্জী আদালত কে জানায় এটি নির্ভয়া কান্ডের মত জঘন্য ঘটনা।আমি ফাঁসির সাজার দাবী করছি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গনধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চার যুবক, ২০ বছরের সাজা ঘোষণা করল বারাসত আদালত