মিলের মালিক মাভজি প্যাটেল, ছেলে দীনেশ প্যাটেল, বৌমা অনুসুয়া প্যাটেল ও তাদের ছেলে ভাবিক প্যাটেলকে খুন করে ফেরার ছিল মূল অভিযুক্ত। ঘটনার দিন রাতে কাঠের মিলে ছিল যোগেশের ছোট ভাই দীপক প্যাটেল। ভোর ছটা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকে যোগেশ। দোলতায় উঠে মাভজি প্যাটেলকে পিছন দিক মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে।
advertisement
আরও পড়ুন: ভিন রাজ্যের হোটেলে একটি বৈঠক, বঙ্গ BJP-র দুই দাপুটে নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা
এরপর দোতলার দরজায় টোকা মেরে ডেকে ছেলে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসুয়াকে খুন করে। পরে ঘরে ঢুকে ছেলে ভাবিক প্যাটেলকেও ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে খুন করে। খুনের পর যোগেশ ও তার ভাই দীপক প্যাটেল পালিয়ে গিয়েছিল।
পরে পুলিশ দীপক প্যাটেলকে গ্রেফতার করলেও যোগেশ ফেরার ছিল। ধৃতকে আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্ত যোগেশ প্যাটেলকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।