‘১৯ জুন নিউটাউনে ১৩ টি পথ কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করে কেউ বা কারা’ এই অভিযোগ নিয়েই টেকনোসিটি থানায় এফ আই আর জমা পড়ে ২১ জুন। তদন্ত শুরু হয়। এফ আই আর-এ নাম রয়েছে ওই কমপ্লেক্সের প্রেসিডেন্ট মধুসূদন নামে একজনের৷
কমপ্লেক্সের বাইরে ও ভেতরে পথ কুকুরের চলাচল। কমপ্লেক্সের বেশ কয়েকজন নিয়মিত তাদের খাবার খেতে দেন, দেখভাল করেন, ভালবাসেন। আর একটা অংশ পথ কুকুরদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ করেন। কিন্তু ১৯ জুন ১৩ জন পথ কুকরের এমন অবস্থা হবে তা কল্পনাও করতে পারেননি কেউই।
advertisement
২৩ জুন একজন মৃত কুকুরের ময়নাতদন্ত হয়েছে। ১৫ দিন সময় লাগবে সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসতে। মৃতের শরীরে বিষক্রিয়া আদৌও আছে কী না তা জানতে আরও প্রায় চার মাস সময় লাগবে৷ তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। কমপ্লেক্সের সি সি টিভি ফুটেজ চেক করে কিছুই উঠে আসেনি বলে পুলিশ সূত্রে খবর।
রবিবার মৃত এই চারজনকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন সেলেব্রিটিরা। দেবলীনা দত্ত, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্রের মতো অভিনেতা অভিনেত্রী নিউটাউনে এসে তাদের( মৃত ৪টি কুকুর) শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন।
পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর ‘পারিয়া’ ছবিতে পথ কুকুরের প্রতি অবহেলা, ক্রাইম সংক্রান্ত বিষয় তুলে ধরেছিলেন। সেই ছবিটি বেশ প্রশংসিত হয়। আজ তাঁকেও এই কঠিন সময়ে নিউটাউনে দেখা গেল। পথ কুকুরদের নিয়ে কাজ করা একটি NGO কেও দেখা গেল। কে বা কারা এই কাজ করেছে তার তদন্ত চলছে বলেই পুলিশ সূত্রে খবর।