তারা মেয়েটিকে আশ্বাস দেয় খুজে আনবে বাকি তিনজনকে৷ এই বলে মেয়েটির মোবাইলে ফোন করে চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ এখন শুধু ধরার অপেক্ষা৷ দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
advertisement
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গলে তদন্ত চালাচ্ছে৷ ধর্ষণের ঘটনায় তিন বিজড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷ দুর্গাপুর মহকুম আদালতে তোলা হবে৷
দুর্গাপুর ঘটনাস্থলে রয়েছে এসিপি দুর্গাপুর, ওসি নিউ টাউনশিপ থানা৷ এই জঙ্গলের ঘটনাস্থল থেকে মেডিক্যাল কলেজ এক কিলোমিটার দূরত্ব৷ টাওয়ার ডাম্পিং করে অর্থাৎ ঘটনার নির্দিষ্ট সময়ে এই কোটা এলাকায় কোন কোন মোবাইল ফোন সক্রিয় ছিল, কোন ফোনে কোন কল হয়েছে সেই পুরো বিষয়টা দেখা হয়৷