এই গণবিবাহের আয়োজন করেছিল স্থানীয় গাঙতে সষ্টিধর বৈদ্য জনকল্যাণ সমিতি, তাদের সাহায্য করেছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা কনক্লেভ আর তার সঙ্গে সেনকো গোল্ডের সিউড়ি শাখা।
মোট ২৮ জন যুবক-যুবতীর বিয়ের আয়োজন করা হয় বীরভূমের গাঙতে গ্রামে | বিয়ের আগে ছেলে ও মেয়ে উভয়েরই রক্ত-সহ সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিয়েতে দম্পতিদের দেওয়া হয় খাট, আলমারি, সাইকেল, ম্যাট্রেস-সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। মূলত বীরভূম জেলার আর্থিক ভাবে দুঃস্থ পরিবারের ছেলে মেয়েদেরকেই এই বিবাহ বন্ধনে বাঁধা হয়েছে।
advertisement
বিয়ে হয়ে যাওয়ার পর পল্লবী বৈদ্য , সন্দীপ বাগদি , রুপা বাগদিরা খুব খুশি। তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা ভাবতে পারেনি কোনওদিনও এইভাবে তাদের বিয়ে হবে। বিয়ে উপলক্ষে গ্রামের লোকজন এদের খাওয়ানোর ব্যবস্থা ও করেছিল উদ্যোক্তারা। পাত পেড়ে খাওয়া, বিয়ের সানাইয়ের শব্দ ৷ সব মিলিয়ে গ্রামের পরিবেশটা আজ ছিল বিয়ে বিয়ে।
Supratim Das