TRENDING:

Jyotipriya Mallick: ৩৫০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ! ফুটবল দিয়ে জ্যোতিপ্রিয়র জবাব, 'আরও খেলা হবে'

Last Updated:

Jyotipriya Mallick: এদিন জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ২৪ পরগনার হাবড়া কলতানে একটি অনুষ্ঠানে এসে হাবড়া পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের হাতে দুটি করে ফুটবল তুলে দেন। স্লোগান তোলেন, 'খেলা হবে'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাবড়া: ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে খেলা হবে দিবস-এর প্রচার করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এদিন তিনি উত্তর ২৪ পরগনার হাবড়া কলতানে একটি অনুষ্ঠানে এসে হাবড়া পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের হাতে দুটি করে ফুটবল তুলে দেন। ফুটবল পেয়ে খুশি বিভিন্ন ওয়ার্ডের কর্মীসমর্থকরা।
advertisement

এছাড়াও তিনি খেলা হবে দিবস উপলক্ষে হাবড়ার সমস্ত ক্রীড়া জগতের মানুষদের এগিয়ে আসার জন্য আহবান জানান। বিজেপিকে আক্রমণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, হাবড়ার বেরগুম পঞ্চায়েত এলাকার প্রায় ২৫০-৩৫০ জন বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আগামী দিনে জেলার আরও বহু জায়গার মানুষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেবেন।

advertisement

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর তাই রাজ্য সরকারের উদ্যোগে ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রে তৃণমূলের নতুন লক্ষ্য ত্রিপুরাতেও আজ খেলা হবে দিবস পালন করছে তৃণমূল।

বাংলা জয়ের হ্যাটট্রিকের পর এবার তৃণমূলের লক্ষ্য ২০২৩-এর বিধানসভা ভোটে ত্রিপুরায় ক্ষমতা দখল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই তত্‍পরতা। তারই অঙ্গ হিসেবে সে রাজ্যেও খেলা হবে দিবস পালনের কর্মসূচি নিয়েছে ঘাসফুল শিবির। আগরতলার উত্তর বনমালীপুর থেকে ফুটবল খেলতে খেলতে খেলা হবে স্লোগান দিয়ে মিছিল করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীররঞ্জন বিশ্বাস-সহ তৃণমূলের নেতা-কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওজন কমাতে গিয়ে ঘুরে গেল ভাগ্য! পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
আরও দেখুন

এদিকে, তৃণমূলের খেলা হবে দিবসকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে নিজে ফুটবল খেলতে-খেলতে তিনি বলেন, 'খেলা জিনিসটাকে রাজনীতি ও হিংসায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে চারিদিকে। ফুটবলে পায়ে নিজে গোল দিয়ে দিলীপের জবাব, ‘বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই।’ তৃণমূলের কুণাল ঘোষকে লক্ষ্য করে তাঁর জবাব, ‘এখন বড় বড় কথা বলছেন। ৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন। তখন পুলিশ হাততালি দিত, হাত দিয়ে গাড়ি বাজাত।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick: ৩৫০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ! ফুটবল দিয়ে জ্যোতিপ্রিয়র জবাব, 'আরও খেলা হবে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল