TRENDING:

Chiranjeet Chakraborty: বারাসতে পরীক্ষায় পাশ 'নায়ক' প্রার্থী, প্রায় ২৪ হাজার ভোটে জিতলেন চিরঞ্জিৎ

Last Updated:

উত্তর ২৪ পরগনার বারাসত বিধানসভা (West Bengal Election Results 2021) কেন্দ্রে প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: উত্তর ২৪ পরগনার বারাসত বিধানসভা (West Bengal Election Results 2021) কেন্দ্রে প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। বারাসতে প্রাক্তন নায়ক এদিন পরীক্ষায় পাশ করে গেলেন। মানুষের বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। জানা গিয়েছে, ২৩ হাজার ৪৮৮টি বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী। এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছেন শংকর চট্টোপাধ্যায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়।
চিরঞ্জিৎ চক্রবর্তী
চিরঞ্জিৎ চক্রবর্তী
advertisement

এই চিরঞ্জিৎ চক্রবর্তীই ভোটের মুখে প্রার্থী ঘোষণার আগে জল্পনা বাড়িয়েছিলেন ভোটে লড়াই না করার। গত ১৭ ফেব্রুয়ারি আচমকাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন পাঠিয়েছিলেন তিনি। তাঁর কথায়, 'অনেক বয়স হয়ে গিয়েছে। এবার একটু বিশ্রাম নিতে চাই। দলনেত্রীকে বলেছি, এবার আমায় অব্যাহতি দিন। আমি নিজের জগতে ফিরে যেতে চাই।'

advertisement

ভোটের দামামা বেজে যাওয়ার পর তাঁকে একেবারেই ভোটের ময়দানে দেখা না যাওয়ায় অনেকে ভেবেছিলেন, তবে হয়তো এবার আর ভোটে দাঁড়াবেন না চিরঞ্জিৎ। তিনি সংবাদমাধ্যমে দাবিও করেছিলেন, 'আমি প্রথম থেকেই রাজনীতির বাইরের লোক। আমি সিনেমা-টিনেমা করি। রাজনীতি আমার কাপ অফ টি নয়। সেটা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম। কিন্তু ২০১১-র সেই সময় ১৪৮টি সিটের দরকার ছিল সরকার গঠনের জন্য। তখন তিনিই জোর করে আমাকে দাঁড়াতে বলেছিলেন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তৈরি হল নিরাপদ ফুটব্রিজ
আরও দেখুন

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এ সবকে খুব একটা গুরুত্ব না দিয়ে ফের একবার চিরঞ্জিতের উপরই ভরসা রেখেছিলেন। এবং সেই ভরসা ফিরিয়েও দিয়েছেন অভিনেতা-তারকা প্রার্থী। করোনা টিকা নিয়ে আগেভাগেই নির্বাচনী প্রচারে ময়দানে নামতে প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন চিরঞ্জিৎ। তৃণমূলের তরফে বারাসত বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করতেই, পরদিন সকালে তাঁকে তড়িঘড়ি হাজির হতে দেখা যায় নিজস্ব কেন্দ্রে। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয়, বারাসত কেন্দ্র থেকে তিনি যে এবারেও জিতছেন, সেই বিষয়ে একেবারে প্রথম থেকেই আশাবাদী ছিলেন চিরঞ্জিৎ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chiranjeet Chakraborty: বারাসতে পরীক্ষায় পাশ 'নায়ক' প্রার্থী, প্রায় ২৪ হাজার ভোটে জিতলেন চিরঞ্জিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল