নাগরিকদের কাছেই জানতে পারেন এক মহিলা এলাকায় সাব মার্সিবেল কল বসিয়ে জল তুলেছেন।আর সেই জল বোতল বন্দীও করছেন।তাঁদের অভিযোগ এলাকার একটি পরিবার সাব মার্সিবেল কল বসিয়ে জল তুলে বোতল বন্দী করেন। আর সেই সব বোতল বন্দী জল গাড়ি গাড়ি করে বিক্রি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এই এলাকার বাসিন্দা শান্তি মণ্ডলের অভিযোগ এই ভাবে মাটির তলা থেকে যন্ত্র বসিয়ে প্রচুর জল তুলে নেওয়ার জন্য তাদের বাড়ির কলে আর জল পাওয়া যাচ্ছে না। তাঁর দাবী এই জলের কারখানার বিরুদ্ধে তাঁরা বারাসতের পুর প্রশাসক এর দারস্থ হয়েছেন।
advertisement
বারাসত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় নির্দেশ মত পুর কর্মীরা এসে দেখেন কোন প্রকার অনুমতি ছাড়াই জল বোতল বন্দী করার ব্যবসা চালাচ্ছেন বৃস্টি কর্মকার।আজ সেই জলে কারখানা বন্ধের নির্দেশ দেয় পুরসভা। চঞ্চল গাঙ্গুলীর দাবী জলের কোন ধরনের প্রক্রিয়া করন ছাড়াই বোতল বন্দী করা হচ্ছে এই কারখানায়। আর পুরো টাই বেআইনি। স্থানীয় দের দাবী জলের মত গুরুত্বপূর্ণ জিনিস কোন পরীক্ষা নিরিক্ষা ছাড়া এমন ব্যবসা চালাচ্ছে কি করে এরা।আর তার জেরে তাদের বাড়ির জলের কল গুলিও অকেজ হয়ে যাচ্ছে। অভিযুক্ত সংস্থার মালিক বৃষ্টি কর্মকারের দাবী অল্পদিনের মধ্যেই তারা কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন।পুরসভার তরফ থেকে বিষয়টি বারাসত থানাকে জানানো হয়েছে বলে জানান বারাসাত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।
