TRENDING:

Bakkhali: বকখালিতে ভয়ঙ্কর ঘটনা, ১৩ জনকে নিয়ে ডুবে গেল ট্রলার!

Last Updated:

Bakkhali: বকখালি থেকে ওই ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বকখালি: দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে ফের দুর্ঘটনা। এবার রক্তেশ্বরী চরের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি যাতে পুরোপুরি ডুবে না যায়, সে জন্য সেখানে হাজির হয়েছিল অন্য ট্রলার। চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই তিন জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
advertisement

জানা গিয়েছে, ওই ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি। এসময়ই দুর্ঘটনা ঘটে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, ১৩ জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। ট্রলারটি ঘোরাতে গিয়েই জলের তোড়ে সেটি উলটে যায়। আশেপাশের ট্রলারের মৎস্যজীবীদের নজরে আসতেই তাঁরা এসে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ট্রলারটি পুরোপুরি জলের তলায় ডুবে যায়। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। বাকিদের এখনও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না তা জানা যায়নি।

advertisement

প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সম্প্রতি এমন কিছু ছিল না। ফলে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় ট্রলারটি। কদিন আগেই হলদি নদীতে ট্রলার ডুবির জেরে চারজন মৎস্যজীবীর মৃত্যু হয়। নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গাঘাটের কাছে নোঙর করার সময় আচমকা পাড়ে থাকা পলিতে ধাক্কা লেগে উল্টে যায় ওই ট্রলারটি। মৃত্যু হয় প্রদীপ মান্না সহ আরও তিনজন মৎস্যজীবীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওজন কমাতে গিয়ে ঘুরে গেল ভাগ্য! পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
আরও দেখুন

এভাবে একের পর এক ট্রলার ডুবির ঘটনায় চিন্তিত বিশেষজ্ঞ মহল। কেন এমন ঘটনা বারবার ঘটছে, তা খতিয়ে দেখা উচিৎ বলেই মত তাঁদের। ইতিমধ্যেই বকখালিতে জোরকদমে চলছে তল্লাশি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali: বকখালিতে ভয়ঙ্কর ঘটনা, ১৩ জনকে নিয়ে ডুবে গেল ট্রলার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল