স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ভোটের (Election Day) আগের রাতে এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজাচ্ছিলেন কর্মীরা। সেই সময়ে তাঁদের ওপরে আচমকাই চড়াও হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথ এলাকায়।
advertisement
স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। হাতে গুরুতর আঘাত নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন, "প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই। এ বারও সাজাচ্ছিলাম। হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে বীভৎস লাঠিচার্জ করে৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে৷ লাঠির আঘাতে আমাদের কর্মী রাজু দাসের হাতে লাগে। হাত ভেঙে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।"