বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় ভি নায়েক ব্যারাকপুরের অস্থির পরিস্থিতি যথাসম্ভব নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন।এ দিন বৈঠক চলাকালীন বিবেক দুবে বলেন, "ব্যারাকপুর থেকে রোজই কিছু না কিছু অশান্তির খবর আসছে। তা যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে।" ভোটের দিন ব্যারাকপুরের পুলিশ পর্যবেক্ষক দিনভর এলাকায় ঘুরবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সুত্রের খবর, ব্যারাকপুরের সিপিকে নির্বাচনের দিন সকাল থেকে বিশেষ ভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
advertisement
এ দিকে, উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। কেন করোনা এ ভাবে বাড়ছে, তা নিয়েও এ দিন দুই পর্যবেক্ষকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে জেলা প্রশাসনকে। কেন সাধারণ মানুষ রাস্তায় মাস্ক ছাড়াই বহালতবিয়তে ঘুরছেন? মাস্ক না পরলে কারও বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশ্ন করেন বিবেক দুবে এবং অজয় নায়েক।
উল্লেখ্য, গতকালই উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ১০০০ পেরিয়েছে। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই পর্যবেক্ষক। করোনা নিয়ে মানুষ্কে সতর্ক করুন, মাস্ক পড়ার জন্য সচেতনতা প্রচার করুন, এমন নানা পরামর্শ জেলা প্রশাসনের কর্তাদের দেন দুই পর্যবেক্ষক। দুই পর্যবেক্ষকের সঙ্গে হওয়া এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বারাসাত পুলিশ জেলার এসপি, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার-সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা।
