TRENDING:

Bengal 6th Phase Polling: শীতলকুচির পর বাগদা, এবার পুলিশের গুলিতে আহত ২! আত্মরক্ষায় পদক্ষেপ, দাবি কমিশনের

Last Updated:

নির্বাচন কমিশনের তরফেই জানানো হয়েছে, গুলি চালানোর ফলে ২ জন আহত হয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুলিশের গুলিতে আহত এক যুবক৷
পুলিশের গুলিতে আহত এক যুবক৷
advertisement

নির্বাচন কমিশনের তরফেই জানানো হয়েছে, গুলি চালানোর ফলে ২ জন আহত হয়েছেন৷ আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছে বলে কমিশনকে দেওয়া রিপোর্টে দাবি করেছে পুলিশ৷

জানা গিয়েছে, এ দিন বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথের কাছে এই ঘটনা ঘটে৷ কমিশনের তরফে জানানো হয়েছে, সেক্টর অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে, এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ বাহিনী৷ অভিযোগ, তখনই পুলিশকে পাল্টা আক্রমণ করে জনতা৷ তাদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ৷ তখনই মারমুখী জনতাকে সরাতে পুলিশ তিন রাউন্ড গুলি চালায় বলে দাবি করেছে কমিশন৷

advertisement

কমিশন জানিয়েছে, পুলিশের গুলিতে স্থানীয় দু' জন আহত হয়েছেন৷ তাঁদের নাম বুদ্ধ সাঁতরা এবং মৃত্যুঞ্জয় সাঁতরা৷ এর পাশাপাশি জনতার আক্রমণে বাগদা থানার ওসি এবং একজন কনস্টেবল আহত হয়েছেন৷ আহতদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ স্থানীয়

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

গ্রামবাসীরা অবশ্য দাবি করেছেন, যে দু' জনের গুলি লেগেছে, তাঁরা কোনও রাজনৈতিক দলেরই সদস্য নন৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal 6th Phase Polling: শীতলকুচির পর বাগদা, এবার পুলিশের গুলিতে আহত ২! আত্মরক্ষায় পদক্ষেপ, দাবি কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল