নির্বাচন কমিশনের তরফেই জানানো হয়েছে, গুলি চালানোর ফলে ২ জন আহত হয়েছেন৷ আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছে বলে কমিশনকে দেওয়া রিপোর্টে দাবি করেছে পুলিশ৷
জানা গিয়েছে, এ দিন বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথের কাছে এই ঘটনা ঘটে৷ কমিশনের তরফে জানানো হয়েছে, সেক্টর অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছে, এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ বাহিনী৷ অভিযোগ, তখনই পুলিশকে পাল্টা আক্রমণ করে জনতা৷ তাদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও অভিযোগ৷ তখনই মারমুখী জনতাকে সরাতে পুলিশ তিন রাউন্ড গুলি চালায় বলে দাবি করেছে কমিশন৷
advertisement
কমিশন জানিয়েছে, পুলিশের গুলিতে স্থানীয় দু' জন আহত হয়েছেন৷ তাঁদের নাম বুদ্ধ সাঁতরা এবং মৃত্যুঞ্জয় সাঁতরা৷ এর পাশাপাশি জনতার আক্রমণে বাগদা থানার ওসি এবং একজন কনস্টেবল আহত হয়েছেন৷ আহতদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ স্থানীয়
গ্রামবাসীরা অবশ্য দাবি করেছেন, যে দু' জনের গুলি লেগেছে, তাঁরা কোনও রাজনৈতিক দলেরই সদস্য নন৷
