TRENDING:

West Bengal Election 2021: মমতার 'দুয়ারে রেশনকে' কটাক্ষ মিঠুনের! চাল পৌঁছে দেবে কারা, প্রশ্ন 'মহাগুরুর'

Last Updated:

নোয়াপাড়ার সভার আগে ভাটপাড়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন মিঠুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নোয়াপাড়া: রাজ্যে ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দুয়ারে রেশন' (Duare Ration)৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের প্রকল্পকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ এ দিন নোয়াপাড়ার সভা থেকে মিঠুনের কটাক্ষ, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার নামে আসলে নতুন দুর্নীতির পথ খুলতে চাইছে রাজ্যের শাসক দল৷
advertisement

ভোট প্রচারে প্রায় প্রতিটি সভাতেই দুয়ারে রেশন প্রকল্পের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা এ দিন নোয়াপাড়ার সভা থেকে মিঠুন বলেন, 'বলছে বাড়ি বাড়ি রেশন পাঠিয়ে দেবে৷ আমাদের দশ কোটি লোক ৬ কোটি লোক রেশন নেয়৷ ২ কোটি মানুষ বাইরে কাজ করেন৷ ২ কোটি লোক রেশন নেন না৷ যাঁরা রেশন নেন না, তাঁরা কি কাঁধে করে আপনার বাড়িতে গিয়ে রেশন দিয়ে আসবে? ৬ কোটি লোককে রেশন পৌঁছে দেওয়ার মতো লোক কি আমাদের এখানে আছে? তার মানে সেই পার্টির লোককে কাজে লাগানো হবে রেশন পৌঁছে দেওয়ার জন্য৷ তার পর রেশন পৌঁছে দেওয়ার নামে এক কেজি চাল থেকে একশো গ্রাম করে চুরি হবে৷ ৬ কোটি লোকের থেকে প্রতি মাসে ১০০ গ্রাম করে চাল চুরি করতে পারলেই মাসে ১ কোটি টাকা চলে আসবে৷ সেই জন্যই এই ব্যবসাটা চালু করার কথা বলছে৷ আপনারা ভিক্ষা নেবেন কেন? রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে নিজের রেশন বুঝে নেবেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ, বাঁচতে হলে কী করবেন? সতর্ক থাকার টিপস দিলেন স্বাস্থ্য আধিকারিক
আরও দেখুন

নোয়াপাড়ার সভার আগে ভাটপাড়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন মিঠুন৷ দুই জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ করেন বিজেপি নেতা৷ তৃণমূলের উদ্দেশে 'মহাগুরু' বলেন, 'সন্ত্রাসে পা দেবেন না৷ যদি মনে করেন সন্ত্রাস করে অন্য রাজ্যে গিয়ে দু' তিন মাস থাকব, তার পর ফিরে আসব৷ তাহলে জানবেন চাঁদে লুকিয়ে থাকলেও চাঁদ থেকে গিয়ে টেনে আনব, আমার নাম মিঠুন চক্রবর্তী৷ বার বার বলছি, গায়ে পড়ে ঝগড়া করবেন না৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: মমতার 'দুয়ারে রেশনকে' কটাক্ষ মিঠুনের! চাল পৌঁছে দেবে কারা, প্রশ্ন 'মহাগুরুর'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল