দিন কয়েক ধকেই অসুস্থ অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান তিনি। পরীক্ষা করেন মঙ্গলবার। শারীরিক পরিস্থিতি সামান্য খারাপ হওয়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ভোটের সকালে খড়দহ থেকে বিচ্ছিন্ন অশান্তির খবর আসছে। অভিযোগ, কল্যাণনগর অঞ্চলে একটি বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না তৃণমূল। বাঁশ-রড দিয়ে মারধরের অভিযোগও ওঠে।
advertisement
প্রসঙ্গত খড়দহে, এই আসনে ২০১১-২০১৬ সালে লড়ে এসেছেন অমিত মিত্র। দুবারই সহজ জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এবার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিলে যোগ্যতম প্রার্থী হিসেবে নাম বিবেচিত হয় কাজল সিনহার। এলাকায় তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। করোনাকালে তিনি খড়দহ অঞ্চলে সেফ হোম তৈরি করে যে ভাবে কাজ করেছেন তা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এই ঘটনাই ভোটবাক্সে ডিভিডেন্ট দেবে তাঁকে। তুলনায় অনেকটাই নবীন সিপিআইএম সমর্থিত প্রার্থী প্রাক্তন এসএফআই রাজ্য সম্পাদক দেবোজ্যতি দাস। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী শীলভদ্র দত্ত।
