বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে বড়দিন। একুশে নির্বাচনের ভরকেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল, বিজেপি, সংযুক্ত মের্চা প্রচার শেষ করেছে। নন্দীগ্রামে প্রচার শেষ করেই জমি আন্দোলনের আরেক গড়ে উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ। তার আগেই প্রচারে বেগ দিতে চাইছে তৃণমূল। আর তাই নন্দীগ্রাম থেকে হুগলি ও হাওড়ার প্রচারে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো। হুগলির গোঘাট বিধানসভা কামারপুকুরে তাঁর প্রথম নির্বাচনী সভা। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভায় থাকবেন তৃণমূল নেত্রী। হুগলির প্রচার শেষ করেই চলে যাবেন হাওড়ার পাঁচলায়। সেখানেই তাঁর দিনের তিন নম্বর জনসভা।
advertisement
প্রচারে ফাঁক রাখতে চাইছে না বিজেপিও। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আসছেন বঙ্গে। বিজেপির আরও এক হেভিওয়েট নেত্রী স্মৃতি ইরানিও নির্বাচনী প্রচারে আসছেন। আজ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন জেপি নাড্ডা। তারপর দুপুর একটা থেকে পুরশুড়ায় রোড শো-য় থাকবেন তিনি। এরপরই চলে যাবেন বেলুড় মঠ পরিদর্শনে। সেখান থেকে সাংগঠনিক সভায় যোগ দিতে সোজা হাওড়ার শিবপুরে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির চারটি সভা রয়েছে আজ। হাওড়ার শ্যামপুকুরে সকাল এগারোটা থেকে প্রথম সভা। এরপর হাওড়ার বাগনানে বেলা সাড়ে বারোটা থেকে। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার ও হুগলির তারকেশ্বরের জনসভা করার কথা রয়েছে তাঁর।