একই সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন অবশ্য দাবি করেছেন, তিনি মানুষকে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে বলেছিলেন৷ ফলে কেন তাঁকে কমিশনের কোপে পড়তে হল, তা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তুলে দেন মমতা৷
এ দিনের সভা থেকে অবশ্য নির্বাচন কমিশনকে সরাসরি কোনও আক্রমণ করেননি মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, তাঁর প্রচারে নিষেধাজ্ঞা চাপানো ঠিক হয়েছে কি না, মানুষই তাঁর জবাব দেবে৷ সেই বিচারের ভার তিনি মানুষের উপরেই ছাড়লেন৷ কিন্তু বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন তিনি৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, 'আমি বিজেপিকে বলতে চাই তোমার টাকা, লোকলস্কর, সব এজেন্সি আছে, তা সত্ত্বেও তোমরা কেন হারবে জানো? কারণ আমি স্ট্রিট ফাইটার৷ আমি গর্বিত আমি স্ট্রিট ফাইটার৷ আমি ময়দানে নেমে লড়াই করি৷ উপর থেকে নির্দেশ দিয়ে লড়াই করি না৷'
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন বার বার অভিযোগ করেছেন, রাজ্যে প্রচারে এসে তাঁর বিরুদ্ধে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এক জেলায় গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক এক রকম কথা বলছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
সভার শেষ দিকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব৷ এরা আরও চারটে ফেজ ইলেকশনে আমায় জ্বালাবে আমি জানি৷ কারণ সব বসে আছে মমতাকে হারানোর জন্য৷ কিন্তু মমতাকে হারানোর ক্ষমতা ওদের কেন কারও নেই৷ আমি এক পয়সা নিয়ে সরকার চালাই না৷ মানবিকতার জন্য কাজ করে যাই৷ রাজনীতি করাটা আমি সেবা বলে মনে করি৷ রাজনীতি করা মানে আমি বলি না আরও চারজনকে গুলি করে দেও৷ সব যেন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে আছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে, বলেছে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেও৷ কারণ বাংলাকে বাঁচাতে হবে৷'
