TRENDING:

Mamata On Mathabhanga Issue: মাথাভাঙার মৃত্যুমিছিলের মূল চক্রান্তকারী কে? প্রকাশ্যে জানালেন মমতা

Last Updated:

সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রকাশ্যে বললেন, 'এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ঘটনার খবর সামনে আসতেই বোঝা গিয়েছিল, সুর সপ্তমে তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাস্তবে উত্তরবঙ্গের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় রীতিমতো জ্বলে উঠলেন মমতা। সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রকাশ্যে বললেন, 'এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।'
advertisement

বাংলায় এবারের নির্বাচনের শুরুর পর্ব থেকেই অমিত শাহকে আলাদাভাবে আক্রমণ শানাচ্ছেন মমতা। কখনও সখনও তা নরেন্দ্র মোদিকে করা আক্রমণের থেকেই অনেক বেশি। মূলত নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীকে খোদ অমিত শাহ পরিচালনা করছেন বলেই অভিযোগ তুলছেন মমতা। সেই সূত্রে বাংলার মা-বোনেদের কেন্দ্রীয় বাহিনীকে 'ঘেরাওয়ের' পরামর্শ দিয়েও নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু তাতেও আক্রমণের ঝাঁঝ কমাননি তিনি।

advertisement

আর এদিন মাথাভাঙার ঘটনার পর সরাসরি অমিত শাহকেই দায়ী করেন তিনি। বলেন, 'বিজেপি হারছে বলে গুলি করে মারছে। আমি বারবার বলছি, সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় চলছে ওরা। এত ঔদ্ধত্য কেন? আজকের ঘটনার পর আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিৎ।' একই সঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশেও তাঁর নির্দেশ, 'আগামীকাল সারা রাজ্যজুড়ে অমিত শাহের পদত্যাগ ও এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি চালাতে হবে।' তবে, একইসঙ্গে তাঁর আর্জি, 'সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।' আক্ষেপের সুরে তৃণমূল নেত্রীর সংযোজন, 'কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। মেয়েদের ভয় দেখাচ্ছে সিআরপিএফ দিয়ে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

তবে, হিংসাত্মক পথে না গিয়ে ভোটের বাক্সে বিজেপিকে জবাব দেওয়ার আহ্বান করেছেন তিনি। বলেন, 'এই ঘটনার বদলা নিতে হবে। একটা করে ভোট, একটা করে বদলা। এতগুলো মানুষকে গুলি করে মেরে বলছে, আত্মরক্ষা! ছিঃ নির্বাচন কমিশন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের। ইচ্ছে হলে আমাকে আবার নোটিশ পাঠান।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata On Mathabhanga Issue: মাথাভাঙার মৃত্যুমিছিলের মূল চক্রান্তকারী কে? প্রকাশ্যে জানালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল