শীতলকুচির ঘটনার পর মমতার বিরুদ্ধে মৃত্যু নিয়েও মেরুকরণের অভিযোগ করেছিলেন অমিত শাহ। রাজবংশী যুবকের মৃত্যুতে কেন মমতা শোকাহত নন, সেই প্রশ্নও তোলেন শাহ। যদিও মমতার মঞ্চে 'শহিদের' তালিকায় ওই যুবকের নাম থাকার বিষয়টি তুলে ধরে অমিত শাহকে মিথ্যাবাদী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। মমতাও এ প্রসঙ্গে এদিন বলেন, 'আমাকে রাজবংশী নিয়ে কথা বলছে। জ্ঞান দিচ্ছে। নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মেরে ফেলে রাজনীতি করে। লজ্জা করে না! রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি তাঁদের জন্য কী করেছি।'
advertisement
বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে বলেও এদিন তুমুল আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, 'ওরা ধর্ম মানে না। দাঙ্গা মানে। হিন্দু-মুসলিম বিভেদ মানে। আমরা এমন ছদ্মবেশী ধর্ম করি না। আচ্ছা বলুন তো, যারা ধর্ম মানে তারা গুলি চালানোর কথা বলতে পারে?' তিনি গেরুয়া বসনধারী সাধু-সন্ন্যাসীদের সম্মান করেন জানিয়ে মমতা বিজেপিকে নিশানা করে বলেন, 'এরা কী করবে জানেন, প্রথমে গেরুয়া পরবে, তারপর কপালে তিলক কাটবে, তার পানবাহার চিবোতে চিবোতে হরি হরি করবে। ওরা গেরুয়া পরার যোগ্যই নয়।'
তাৎপর্যপূর্ণভাবে, এদিন পুলওয়ামার প্রসঙ্গ টেনে এনেছেন মমতা। মোদির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। কাদের মারতে গিয়ে নিজেদের লোককে মেরে চলে এসেছিলেন, জানি না ভেবেছেন? বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না।' তবে, মমতা এদিন বাংলার মানুষের কাছে আবেদনের সুরে বলেছেন, 'বুলেটের বদলে বুলেট চাই না, ব্যালট চাই। একটা ভোট একটা বুলেটের জবাব।'
