শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলেছিলেন তাকে কামারহাটি পুরসভার প্রশাসক করা হোক। তিনি কলকাতার থেকেও বেশি সাজিয়ে তুলবেন কামারহাটিকে। কামারহাটির পুর প্রশাসক গোপাল সাহার সাথে কার্যত সাপে নেউলে সম্পর্ক। এরই মধ্যে মদন মিত্র বলে বসেন, তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে চান। তার মন্ত্রীত্ব চাই না। তার চাইনা কোনও পদ। যদিও কামারহাটির বিধায়কের এই ফেসবুক লাইভ কে ভালো চোখে দেখেনি দল। তবে দলনেত্রীর কাছে ধমক খাওয়ার পরেও ফেসবুক লাইভে আসেন মদন মিত্র।
advertisement
সেখানে তিনি বলেন, "ঘটি বাটি পাশাপাশি থাকলে ঝনঝন আওয়াজ হয়। এত বড় জাহাজ একটু তো ধাক্কা লাগবেই। তবে সেই ধাক্কা ব্যক্তিগত নয়। আমি গোপাল সাহাকে বলেছি রবিবার দুপুর ১টায় তুমি সব কাউন্সিলরদের ডাকো। অনেক কাউন্সিলরকে বলেছি শুনেছি তোমায় এক, আমায় এক। তাই কাউন্সিলরদের ডেকে লিখিত নাও। সেটার লিখিত চন্দ্রিমাকে দেব। কার কি চাই? সবাইকে ডাল, ভাত, তরকারি আর দই খাওয়াব। আমি তিনবারের বিধায়ক। গোপাল তুমি আর আমি বসব। কামারহাটিকে সাজিয়ে দেব। নাম হবে একদিন গোপালনগর।" যদিও সেই বৈঠক রবিবার হয়নি৷ পরিবর্তে আজ হবে সেই মিটিং। যেখানে প্রশাসক গোপাল সাহা ও সাংসদ সৌগত রায়ের মাঝে বসে আলোচনা করবেন মদন মিত্র।
